February 16, 2017
Bengal CM conducts her first administrative review meeting at new district Kalimpong

Bengal CM Mamata Banerjee conducted the first administrative review meeting at new district Kalimpong on Wednesday. On 14 February, Kalimpong was declared as the 21st district of the State. She said that her government would showcase it on the lines of Darjeeling.
“Everyone is very happy with the new district. All officials were present and participated at the meeting.” she told reporters after the administrative meeting.
“We had positive discussions regarding developmental projects that will be taken up in the new district,” she said.
She said that many tourists visit Darjeeling. But Kalimpong also has a number of tourist spots which would be showcased.
The CM had announced a slew of development projects for the newly-created district and said that a Rs 220 crore road link project would be taken up to connect Kalimpong with Sikkim via the old Silk Route.
She had said that a Rs 50 crore water supply project by the public health engineering department will be taken up soon to address Kalimpong’s water scarcity problem.
After the meeting the Bengal CM announced that the two existing task forces, the Terai-Dooars Unnayan Parishad and the Terai-Dooars Adivasi Unnayan Parishad, will be transformed into separate development boards.
নতুন জেলা কালিম্পঙে প্রথম প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী
বুধবার নতুন জেলা কালিম্পঙে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ১৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার রাজ্যের ২১তম জেলা হিসাবে মানচিত্রে জায়গা করে নেয় কালিম্পং৷
নতুন ১৫টি বোর্ডের কাজকর্ম নিয়ে সবিস্তারে আলোচনা হয় বুধবার৷ কীভাবে সাধারণ মানুষের উন্নয়নের জন্য বোর্ডগুলি কাজ করবে, তার রূপরেখাও তৈরি করে দেন মুখ্যমন্ত্রী।
প্রশাসনিক বৈঠকের পর তিনি সাংবাদিকদের জানান, “সকলে নতুন জেলা পেয়ে খুব খুশি। সব কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন”।
তিনি আরও জানান, “নতুন জেলার জন্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে এবং আলোচনা ফলপ্রসূ। দার্জিলিং-এ অনেক পর্যটক আসেন কিন্তু কালিম্পঙেও অনেক ট্যুরিস্ট স্পট রয়েছে”।
ইতিমধ্যেই নতুন জেলার জন্য বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। কালিম্পং-সিকিম সিল্ক রুটের উন্নয়নের জন্য ২২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। খুব শীঘ্রই কালিম্পঙের জন্য একটি জল সরবরাহ প্রকল্প চালু করবে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। এর জন্য বরাদ্দ করা হয়েছে ৫০ কোটি টাকা।
এছাড়া অতীতে গঠিত দুটি টাস্ক ফোর্সকে বোর্ডে রূপান্তরিত করা হবে। এগুলি হল – তরাই-ডুয়ার্স উন্নয়ন পরিষদ ও তরাই-ডুয়ার্স আদিবাসী উন্নয়ন পরিষদ।