January 10, 2017
Bengal CM lays foundation stone for Baul Academy in Birbhum

Bauls, the mystic minstrels of Bengal, will now have an academy at Kenduli in Birbhum. Chief minister Mamata Banerjee today laid the foundation stone of the upcoming Baul academy at the onset of the Joydeb Mela.
The academy will be named after Joydeb, the 13th-century poet who penned ‘Geet Govinda’ from his ancestral home at Kenduli.
Speaking on the occasion, the Chief Minister said: “A visit to Birbhum is incomplete without meeting the Bauls and listening to them play the ektara. Baul songs help in shaping our lives. With just an ektara they create such soulful music.”
“We have to develop the Baul Academy into a world-class exhibition centre where people from across the world will come,” she added.
The Chief Minister also said, “We have started Lok Prasar Prakalpa for our folk artistes. 80,000 artistes have been registered under the scheme. We request local clubs to give opportunity to local artistes to perform.”
কেন্দুলিতে ‘বাউল ও লোক উ९সবের‘ সূচনা করলেন মুখ্যমন্ত্রী
আজ বাউল ও লোক উ९সব ২০১৭ র উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে জয়দেব মেলা থেকে বাউল অ্যাকাডেমির শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী।
জুন মাসে এই অ্যাকাডেমি তৈরির সিদ্ধান্ত নেওয়ার পর কাজ শুরু হয়ে গেছে। অ্যাকাডেমির নামকরণ হবে ত্রয়োদশ শতকের কবি জয়দেবের নামে।
অজয় নদীর তীরে কেন্দুলিতে জয়দেবের মন্দিরে প্রতি বছরই এই মেলার আয়োজন করা হয়, প্রতি বছর বাউলরা এখানে মিলিত হয়ে নানান অনুষ্ঠানের আয়োজন করে।
বাউল ও ফকিরদের প্রতি সম্মান জানিয়ে মুখ্যমন্ত্রী প্রতি বছর এই মেলায় অংশগ্রহণ করেন। সমগ্র রাজ্যে এই মেলা খুব জনপ্রিয়। রাজ্যের সব জায়গা থেকে বাউলরা আসেন এই মেলার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে।
তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ
- এটা পৌষ মাস। নতুন ধান ঘরে তোলার সময়
- বছরের এই সময় পিঠে উ९সব, পায়েস উ९সব, বাউল উ९সব হয় সারা বাংলা জুড়ে
- নবান্ন থেকে হোলি, ক্রিসমাস থেকে দুর্গা পুজো সব উ९সব বাংলায় পালিত হয়
- বাউলদের একতারার গান না শুনলে, তাদের সঙ্গে দেখা না করলে বীরভূম সফর সম্পূর্ণ হয় না
- আজ আমরা বাউল অ্যাকাডেমির শিলান্যাস করলাম
- বাউল গান আমাদের মাটির গান। শুধুমাত্র একতারার মাধ্যমে তারা এত সুন্দর সুর সৃষ্টি করে
- বাউল অ্যাকাডেমিকে বিশ্বমানের প্রদর্শনী কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে যেখানে সারা বিশ্বের মানুষ আসতে পারবেন
- বীরভূমে অনেক আকর্ষণীয় পর্যটন স্থান রয়েছে। বীরভূমের জঙ্গলে আমরা ইকো-ট্যুরিজম প্রকল্প শুরু করব
- বীরভূমে বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন রবীন্দ্রনাথ। ওই আদলে আমরা বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় তৈরি করব
- লোক শিল্পীদের জন্য আমরা লোক প্রসার প্রকল্প শুরু করেছি। ৮০০০০ লোক শিল্পী এই প্রকল্পের আওতায় আছেন
- আমি লোকাল ক্লাবগুলিকে অনুরোধ করেছি লোকাল শিল্পীদের পারফর্ম করার সুযোগ দেওয়ার জন্য