Latest News

October 28, 2017

Bengal Chief Minister Mamata Banerjee to unveil Blue Plaque at Sister Nivedita’s London home

Bengal Chief Minister Mamata Banerjee to unveil Blue Plaque at Sister Nivedita’s London home

Bengal Chief Minister Mamata Banerjee will visit London next month to unveil a Blue Plaque at Sister Nivedita’s family home, where she lived before moving to India in 1898, to commemorate her 150th birth anniversary.

The London Blue Plaque Scheme, run by the English Heritage, links major historical figures and the buildings in which they lived or worked.

The Chief Minister would be accompanied by Ramakrishna Math and Mission Vice-president Swami Suhitananda to London.

Meanwhile, Mamata Banerjee inaugurated the restored house of Sister Nivedita at Bagbazar in Kolkata where she had stayed and carried out social works, including setting up a girls’ school, in the early 20th century.

সিস্টার নিবেদিতার লন্ডনের বাড়ির ফলকে লেখা হবে বাংলার কীর্তি

ভগিনী নিবেদিতার কলকাতার বাড়ি সংস্কারের কাজ শেষ। নবরূপে সাজিয়ে সেই বাড়িটি সারদা মিশনের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী। লন্ডনে নিবেদিতার উইম্বলডনের বাড়ির সামনের ফলকে তা লিখে দেবে ব্রিটিশ সরকার। কন্যাশ্রীর পর বিশ্বের দরবারে নতুন এই সম্মানে ভূষিত হতে চলেছে রাজ্য সরকার।

তাঁর জন্মের সার্ধশতবর্ষ পালনে ১২নভেম্বর সেই বাড়িতে আয়োজিত হচ্ছে বিরাট অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেও আমন্ত্রণ জানানো হয়েছে বাংলার মুখ্যমন্ত্রীকে।

উত্তর কলকাতার বাগবাজারে নিবেদিতার সেই বাড়ির সামনে দাঁড়িয়ে লন্ডনের বাড়ির অনুষ্ঠান প্রসঙ্গ তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি সেই অনুষ্ঠানে যোগ দিতেও যাবেন।