Latest News

May 30, 2017

Bengal Cabinet decides on setting up development authorities at Tarakeswar, Changrabanda

Bengal Cabinet decides on setting up development authorities at Tarakeswar, Changrabanda

Monday’s State Cabinet meeting at Nabanna decided on setting up Tarakeswar Development Authority, Changrabanda Development Authority and West Bengal Rajbangshi Development and Cultural Board for an overall development of those regions. The meeting was chaired by Bengal Chief Minister Mamata Banerjee.

It was also decided that the Hazari Muslim community would be included on the list of OBC. After the meeting, WB CM Mamata Banerjee said: “Today (Monday) the Cabinet has decided to set up Tarakeswar Development Authority and the state government will allocate funds to the authority. I will visit the place as I am going to hold the administrative review meeting of Hooghly district on June 1 in Tarakeswar. We will look into what more development work can be done. Changrabanda Development Authority was also formed today (Monday). This is an area bordering Bangladesh and steps will be taken for the overall development of the region including the creation of infrastructure to set up industries there”.

She added that she had promised the people of the Rajbangshi community during her visit to Cooch Behar that the West Bengal Rajbangshi Development and Cultural Board would be formed for the community. She further said that clearance has also been given for the creation of 5,000 posts on Monday which includes 3,200 posts to ensure better security in state-run hospitals.

 

তারকেশ্বর, চ্যাংরাবান্ধা উন্নয়ন পর্ষদ গঠনের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার

সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তারকেশ্বর ও চ্যাংরাবান্ধা উন্নয়নের জন্য নতুন পর্ষদ তৈরী করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি রাজবংশীদের সাংস্কৃতিক মানের উন্নতির জন্য আলাদা করে একটি পর্ষদ গঠন করা হয়েছে। এদিন নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই বৈঠক নয়।

মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “তারকেশ্বরে প্রতি বছর বহু  তীর্থযাত্রী যাতায়াত করেন। তাদের সুবিধার্থে ওই এলাকার সার্বিক উন্নয়ন প্রয়োজন। পর্যটনক্ষেত্র হিসেবে তারকেশ্বর যথেষ্ট গুরুত্বপূ্র্ণ। তাই এলাকার উন্নয়নের জন্য একটা পর্ষদ গঠন করা হয়েছে।“‌

আগামী মাসের ১লা তারিখ হুগলি জেলার প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রী তারকেশ্বরেই করবেন। সেখানেই পর্ষদ গঠন নিয়ে প্রয়োজনীয় নির্দেশ দেবেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, “‌বাংলাদেশ সীমান্ত–লাগোয়া ওই এলাকার হলদিবাড়ি নিয়ে এলাকার উন্নয়ন পর্ষদ গড়ে তোলা হবে। এর ফলে ভারত–বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্ক ভাল হবে।“‌

এবার কোচবিহারে গিয়ে মুখ্যমন্ত্রী রাজবংশী সম্প্রদায়কে কথা দিয়ে এসেছিলেন তাদের সাংস্কৃতিক মানোন্নয়নের জন্য একটি পর্ষদ গঠন করবেন। এদিন মন্ত্রিসভার বৈঠকে পশ্চিমবঙ্গ রাজবংশী সাংস্কৃতিক উন্নয়ন পর্ষদ গঠন করা হল। পাশাপাশি এদিনের বৈঠকে হাজারি মুসলমানদের ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।