October 26, 2017
Bengal best for industries: Dr Amit Mitra

Highlighting the infrastructural development the state has witnessed in the past few years, the State Finance minister Amit Mitra said: “Bengal has come up as the best destination to invest with the state’s position in ease of doing business index improving drastically.”
Dr Mitra was speaking at a programme, “Bengal – Accelerating Growth”, organised by Bharat Chamber of Commerce, Calcutta Chamber of Commerce, CREDAI Bengal, Howrah Chamber of Commerce and Industry, Merchant’s Chamber of Commerce and Bengal Chamber of Commerce and Industry on Tuesday at Uttirnya.
Dr Mitra said Bengal has come up as the fourth largest economy in the country. “When we took over the office in 2011, the GDP was 4.5 lakh crore and now it has gone up to 10 lakh crore, which is more than double.”
He said Bengal is the best state in the country for investment. “One of the best things of measuring industrial growth is bank lending. Since we came to power, Rs 1,82,026 crore bank lending took place in between 2011-12 and 2016-17. It includes bank lending of micro and small industries worth Rs 94,153 crore, medium industry Rs 36,672 crore and large industries took Rs 51,200 crore, which gives an indication that industry of all scales are working in tandem in the state.”
Dr Mitra added that moreover the outstanding credit in March 2010 was Rs 1,63,000 crore in Bengal while in 2017 it is Rs 4,18,000 crore.
He further said: “As on October 23, 2017, West Bengal is placed in the third position in Department of Industrial Policy and Promotion (DIPP) which was in the 15th position earlier as we have already complied with 333 points. Bengal has already complied with 333 points out of 372 for ease of doing business and it has been recognised by DIPP. From this year, only 50 percent of the rating is based on these points and now they would do a survey based on which the remaining rating will be done.”
লগ্নি বাড়ছে রাজ্যেঃ অমিত মিত্র
রাজ্যে শিল্পের অনুকূল পরিবেশ। বাড়ছে বিনিয়োগ। কলকাতায় বণিকসভাগুলির এক সম্মেলন ‘বাংলা–গতি পাচ্ছে বৃদ্ধি’–তে এ কথা জানালেন অর্থমন্ত্রী অমিত মিত্র।
তিনি বলেন, ‘রাজ্যের বাণিজ্যিক ব্যাঙ্কগুলি ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্পগুলিকে ঋণ দিয়েছে মোট ১ লাখ ৮২ হাজার কোটি টাকা। এদের মধ্যে ছোট ও মাঝারি উদ্যোগপতিরা সবথেকে বেশি ঋণ নিয়েছেন। শিল্পস্থাপন ও তার প্রসার ঘটাতেই এই ঋণ। কারণ ব্যাঙ্কগুলি নিশ্চয়ই মুখ দেখে ঋণ দেবে না।’ একই সঙ্গে তিনি জানিয়েছেন, দেশের মধ্যে সবচেয়ে বেশি জিডিপি–র বৃদ্ধি এ রাজ্যেই হয়েছে। তিনি বলেন, ‘আমাদের জিডিপি–র বৃদ্ধি ১২ শতাংশের ওপর।’
পশ্চিমবঙ্গের অর্থনৈতিক উন্নতি, ব্যবসার সম্প্রসারণ ও পরিকাঠামগত বিভিন্ন উন্নয়নের চিত্র গোটা বিশ্বের কাছে তুলে ধরার জন্য রাজ্যের ৬টি বণিকসভা— ভারত চেম্বার অফ কমার্স, ক্যালকাটা চেম্বার অফ কমার্স, ক্রেডাই বেঙ্গল, হাওড়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মার্চেন্ট চেম্বার অফ কমার্স ও বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আলিপুরে উত্তীর্ণতে এই সভার আয়োজন করে। অনুষ্ঠানে অর্থমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ও পর্যটনমন্ত্রী। বণিকসভাগুলির সভাপতি ছাড়াও যোগ দেন বহু বিশিস্ট শিল্পপতি। উপস্থিত ছিলেন ক্ষুদ্র, মাঝারি ও বস্ত্র শিল্প দপ্তরের সচিব।
শিল্পের প্রসারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগের কথা তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, ‘আইন করে এক জানলা নীতি চালু করা হয়েছে। জোর দেওয়া হয়েছে অনলাইন ব্যবস্থায়।’ অন্যান্য রাজ্যের সঙ্গে তুলনা টানতে গিয়ে তিনি তুলে ধরেন কীভাবে এই রাজ্যে চর্ম, মৎস্য ও মৎস্যজাত শিল্প ও অন্যান্য বিভিন্ন শিল্পের প্রসার ঘটছে। রাজ্যে বিনিয়োগের আহ্বান জানিয়ে
এদিন শিক্ষামন্ত্রী বলেন, ‘রাজ্যে বিনিয়োগ করুন। এখানে কোনও ধর্মঘট নেই। আগের সরকারের মতো এই সরকার কোনও ধর্মঘট করতে উৎসাহিত করে না।’ শিল্পের প্রসারে রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রচেষ্টার কথা উল্লেখ করে তিনি বলেন,‘আমাদের পরিকাঠামো দেশের মধ্যে সেরা। আমরা শিল্পের প্রসার চাই। তবে কৃষির স্বার্থ বিসর্জন দিয়ে নয়।’
তিনি বলেন, সরকারিভাবে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, বেসরকারি ক্ষেত্রে টেকনো ইন্ডিয়াও ইউনিভার্সিটি তৈরি করেছে।’ বন্ধন ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর ও বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতিবলেন, ভুটান ও নেপাল ব্যাঙ্কিং ব্যবস্থা নিয়ে জানতে যোগাযোগ করেছে।