December 20, 2017
Bengal Beach Festival begins today

Purba Midnapore District Administration and Digha Shankarpur Development Authority (DSDA) will organise a seven-day-long beach festival to attract both domestic and foreign tourists. The festival will be held following the initiative taken by Chief Minister Mamata Banerjee to upgrade the beach towns and bring more tourists.
The festival will be held between December 20 and 26 in Digha, Mandarmoni, Tajpur and Shankarpur, all of which are popular beach destinations along the Bay of Bengal.
There will be several items to attract the tourists. For the first time, beach volleyball competitions will be held in Tajpur. This will attract both domestic and foreign tourists, according to senior officials of DSDA.
Tourists will get opportunities to travel on hot air balloons to have a bird’s-eye view of the beaches and their adjoining areas. Swiss tents will be set up for the tourists on the sea beaches. There will be a book fair and a handicraft fair participated in by women members of self-help groups (SHGs). There will be cultural programmes in the evenings where folk music will be given a priority.
Then, there will be a motorcycle rally to spread the message of the safe-driving programme of Safe Drive Save Life. Many people visit the beach resorts on motorcycles; they will take part in the rally along with officials and volunteers of Purba Medinipur district administration.
উৎসবের মরসুমে বাংলা মাতাতে সৈকত উৎসব
রাজ্যের সৈকত শহরগুলিতে পর্যটনের প্রসারের জন্য পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন এবং দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদ সাতদিন ব্যাপী ‘বেঙ্গল বিচ ফেষ্টিভাল’ এর আয়োজন করতে চলেছে।
‘বেঙ্গল বিচ ফেষ্টিভাল’ আয়োজিত হবে ২০-২৬ ডিসেম্বর। দীঘা, মন্দারমণি, তাজপুর ও শঙ্করপুরে হবে এই ‘সৈকত উৎসব’।
উৎসবের অঙ্গ হিসেবে তাজপুরে আয়োজিত হবে বিচ ভলিবল প্রতিযোগিতা। সমুদ্রের সৈকতে বসবে সুইস তাবু। বইমেলা ও হস্তশিল্প মেলার আয়োজনও করা হবে। সাথে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচি সম্বন্ধে সচেতনতা বাড়াতে আয়োজিত হবে মোটরসাইকেল র্যালি।
মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রয়াস রাজ্যের সৈকত পর্যটনের প্রসার ঘটানোর; এই উদ্যোগ সেই লক্ষ্যেই নেওয়া হয়েছে।
Source: Millennium Post