Latest News

December 1, 2017

Basirhat will become a new district soon: Mamata Banerjee

Basirhat will become a new district soon: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today inaugurated and laid the foundation stones for a slew of projects for North 24 Parganas district. She also addressed a public meeting at Haroa.

The CM said that Basirhat would soon become a new district. She highlighted that communal harmony was Bengal’s culture and attempts to create divisions among people will not be tolerated.

 

Highlights of the Chief Minister’s speech:

  • This region is river-centric. People have to travel long distances to reach district headquarters. We have decided to create a separate district in Basirhat. Another new district will be set up in Sundarbans.
  • Some people question me why I work for minorities, why I work for Dalits, why I work for backward classes, why I work for the poor, why I work for the common people. It is my responsibility and duty to work for people. We never discriminate between people.
  • It is our pride that everyone lives in harmony in Bengal. ‘Sarva Dharma Samannay’ is our motto. Riots are not our culture.
  • I saw a tweet that Narendra Modi stopped his speech at an election rally during azaan. That is good. But why does his party create a divide between Hindus and Muslims? Why this tokenism only during polls?
  • This government is giving diktats on what to eat, or what to wear. A government must work for all. I participate in Durga Puja as well as Eid or Christmas. Why should I not? I also participate in Gurpurab.
  • Ramakrishna Paramhansa had said ‘joto mot, toto poth’. Swami Vivekananda had visited muslim households. Should we follow Swami Ji or their (BJP) version of Hinduism? We will follow the path shown by our icons like Tagore, Nazrul, Netaji, Swami Ji. Not their divisive politics.
  • They are in power for four years. What have they done? How much black money has been recovered from abroad? Instead, there is flight of capital from the country because of the Centre’s policies.
  • We give free books, uniforms, bags, shoes to primary students. We have Sikshashree scholarship for SC/ST students. We have Kanyashree for girl students. We have distributed 70,000 ‘Sabuj Sathi’ cycles to students of Classes IX-XII. We have set up 17 new universities, 5 more are being set up.
  • Roads, bridges, Kisan Mandis, ITIs, polytechnic colleges – we are creating new infrastructure. Although the Centre is not sending us funds, we are still working for people.
  • We have started Jaladhara scheme for renovation of jetties and ferries. We have Gatidhara scheme for road transport and Jaladhara for water transport. We provided identity cards to fishermen.
  • We have given land pattas to 3 lakh people. We have waived all tax on agricultural land. We have allotted Rs 268 crore fund for giving pension after Centre stopped giving funds. They have stopped sending funds to Bengal because we dared to protest against their anti-people decisions.
  • Eight crore people receive Rs 2/kg rice and wheat. Healthcare is free in hospitals. Fair price medicine shops and diagnostic centres offer services at a very low cost. We have the Samabyathi scheme to provide financial assistance to poor people for cremation/burial of their near and dear ones.
  • We have expanded the medical insurance scheme and included ASHA workers, contractual workers, municipal workers, civic volunteers, self-help groups also. Even panchayat workers have been included.
  • We have inherited a huge legacy of debt. We have to pay an instalment of Rs 40,000 crore every year. Despite that we are running all schemes. Our actions speak louder than words. Match our performance and then talk about cutting my nose.
  • I will continue to serve people as long as I am alive. I will never bow down before divisive forces. I urge you all to be careful and prevent any attempts to create communal tension. Members of both Hindu and Muslim communities lose their lives and property in riots.
  • We may not be a rich party, but we are always with the people. We have created 81 lakh employment in six years and 100 crore man-days.
  • We are not against Aadhaar cards. But why link them to bank accounts? We have heard of cases of bank frauds using Aadhaar. Will the Centre guarantee the safety of our bank accounts? I have also said I will not link my mobile with Aadhaar.
  • They want to control everything. They cannot silence me by coercion.

 

বসিরহাট নতুন জেলা হবেঃ মুখ্যমন্ত্রী

 

আজ উত্তর ২৪ পরগনার একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন হাড়োয়ায় একটি জনসভা করেন তিনি।

এদিন তিনি জানান খুব শীঘ্রই বসিরহাট নতুন জেলা হবে। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলার সংস্কৃতি। কেউ যদি বিভেদের রাজনীতি করে তাহলে তা বরদাস্ত করা হবে না।

তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ

  • এই অঞ্চলটি নদীমাতৃক। আগে মানুষকে অনেক দূর যেতে হত সরকারি কাজের জন্য। তাই আমরা বসিরহাট নতুন জেলা তৈরির সিদ্ধান্ত নিয়েছি। এর ফলে মানুষের কাজের অনেক সুবিধা হবে।
  • কেউ কেউ প্রশ্ন করে কেন আমি তপশিলিদের পক্ষে, কেন আমি দলিতদের পক্ষে, কেন আমি সাধারণ মানুষের পক্ষে। সাধারণ মানুষের জন্য কাজ করা আমার দায়িত্ব, আমার নৈতিক কর্তব্য। আমরা কখনো মানুষে মানুষে ভেদাভেদ করি না।
  • সবাইকে নিয়ে চলতে হবে, সবাই মিলেই একটা পরিবার হয়। আমাদের লক্ষ্য সর্ব ধর্ম সমন্বয়। আমাদের কাজ দাঙ্গা লাগানো নয়, শান্তি রক্ষা করা।
  • আমি সেদিন একটা টুইটে দেখলাম প্রধানমন্ত্রী আজানের সময় বক্তৃতা বন্ধ করে দিয়েছিলেন। এটা খুব ভালো। নির্বাচনের সময় বলে এটা করতে পারেন আর অন্য সময় হিন্দু-মুসলিম আলাদা করেন। কেন এই চালাকি?
  • কে কি খাবে? কি পড়বে এই সরকার সেটা ঠিক করে দেব। সরকার প্রকৃত অর্থে জনগণের কথা বলে। আমি দুর্গা পুজো, বড়দিন, গুরু পরব সবেতেই আমি যাই। কেন যাব না?
  • রামকৃষ্ণ পরমহংস দেব বলেছেন যত মত তত পথ। স্বামী বিবেকানন্দ মুসলিমদের বাড়ি যেতেন। আমি আমাদের মনিষীদের কথা অনুসরণ করে চলি।
  • ৪ বছর ধরে ওরা ক্ষমতায় রয়েছে। কি কাজ করেছে? বিদেশ থেকে কালো টাকা ফেরত আনতে পারেনি তাঁর বদলে দেশ থেকে অনেক টাকা চলে গেছে। আর শিল্পপতিরা সব দেশ ছেড়ে চলে গেছে।
  • আমরা প্রাইমারি ছাত্রছাত্রীদের বিনামূল্যে বই, ব্যাগ, জুতো ও পোশাক দিচ্ছি। তপশিলি জাতি ও উপজাতি ছাত্রছাত্রীদের জন্য আমরা শিক্ষাশ্রী স্কলারশিপ চালু করেছি। মেয়েদের ক্ষমতায়নের জন্য আমরা কন্যাশ্রী প্রকল্প চালু করেছি। সবুজ সাথী প্রকল্পের আওতায় আমরা নবম ও দশম শ্রেণির ছাত্রছাত্রীদের ৭০ লক্ষ সাইকেল দিয়েছি। ১৭ টি নতুন বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, আরও ৫ টির কাজ চলছে।
  • রাস্তা, ব্রিজ, কিষাণ মাণ্ডি, আই টি আই, পলিটেকনিক কলেজ থেকে শুরু করে সবরকম পরিকাঠামো আমরা তৈরি করে দিয়েছি। কেন্দ্র আমাদের পাওনা টাকা দিচ্ছে না তাও আমরা মানুষের জন্য কাজ করে যাচ্ছি।
  • জল পরিবহনের জন্য আমরা জলধারা প্রকল্প চালু করেছি। এই প্রকল্পের আওতায় সব জেটি ও ফেরিগুলির সংস্কার করা হচ্ছে। সড়ক পরিবহনের জন্য আমরা গতিধারা প্রকল্প চালু করেছি।মৎস্যজীবীদের পরিচয় পত্র করে দিয়েছে রাজ্য সরকার।
  • কৃষি জমিতে সব খাজনা মুকুব করে দিয়েছে আমাদের সরকার। আমরা তিন লক্ষ গরীব লোককে জমির পাট্টা দিয়েছি। আড়াই লক্ষ মানুষের বার্ধক্য ভাতা বন্ধ হয়ে গিয়েছিল। কেন্দ্রীয় সরকার ওই টাকা দেয় নি। আমরা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ২৫৮ কোটি টাকা দিয়েছি।
  • আমাদের রাজ্যের আট কোটি লোক ২ টাকা কিলো দরে চাল পায়, গম পায়। বিনা পয়সায় চিকিৎসা আগে কখনও পেয়েছেন? সরকারি হাসপাতালে চিকিৎসা করতে গেলে টাকা লাগে না। ন্যায্য মূল্যের ওষুধের দোকান হুয়েছে, ডায়াগনিস্টিক সেন্টার হয়েছে, ৪৭ থেকে ৭০ শতাংশ পর্যন্ত সুবিধে পাওয়া যায়। কেউ মারা গেলে, কফন দেওয়ার, সাদা কাপড় কেনার টাকা না থাকে, কবর দেওয়ার পয়সা না থাকে, তাঁদের জন্যও স্কিম করে দিয়েছি, সেই স্কিম টার নাম সমব্যাথী।
  • আইসিডিএস, আশার কর্মীদেরও স্বাস্থ্য সাথীর মধ্যে ঢুকিয়ে দিয়েছি। চুক্তিভিত্তিক কর্মী, পৌরকর্মী, সিভিক ভলেন্টিয়ার, স্বনির্ভর গোষ্ঠীর সকলকে স্বাস্থ্য বীমার আওতায় আনা হয়েছে। এমনকি পঞ্চায়েত কর্মীদেরও আনা হয়েছে এই আওতায়। সিভিক ভলেন্টিয়ার, হোম গার্ডদের ঢোকানো হয়েছে, গ্রিন পুলিশদের ঢোকানো হয়েছে, কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদের ঢোকানো হয়েছে, ক্যাসুয়াল ওয়ার্কারদের ঢোকানো হয়েছে।, পঞ্চায়েতের কর্মীদের ঢোকানো হয়েছে, মিউনিসিপালিটি কর্মীদের ঢোকানো হয়েছে। প্রেস মিডিয়ার জন্যও মাভৈ স্কিম তৈরি করা হয়েছে।
  • ৪০,০০০ কোটি টাকা দেনা শোধ করতে হয়, মানুষের কিছু করে যায়নি, দেনা করে গেছে। ৪০,০০০ কোটি টাকা দেনা দিয়েও সব প্রকল্প চালিয়ে যাচ্ছি। এই কাজটা করে যদি আমায় কেউ নাক কাটার কথা বলতেন, কান কাটার কথা বলতেন, আমি মাথা নত করে মেনে নিতাম। আমরা কথায় বড় না, কাজে বড়।
  • যতদিন বাঁচব, মানুষের জন্য কাজ করে যাব। আমরা ভয় পাই না। উগ্রপন্থার কাছে দেশ বিক্রি করব না। সমস্ত প্ল্যানিঙের বিরুদ্ধে রুখে দাঁড়ান। দাঙ্গা নিজেও করবেন না, কাউকে করতে দেবেন না । দাঙ্গার আগুন থেকে কেউ বাঁচতে পারে না।
  • আধার কার্ড হোক, কিন্তু ব্যাঙ্ক ও মোবাইলে লিঙ্ক কেন? অনেক জায়গায় আধারের নাম করে একাউন্ট থেকে টাকা তুলে নিচ্ছে। কেন্দ্রীয় সরকার গ্যারান্টি দিক আমার টাকা যদি কেউ তুলে নেয়, সেটা তারা ফেরত দিতে বাধ্য থাকবে।