April 5, 2017
Our track record in development unmatched: Mamata Banerjee

On the third day of her visit to Paschimanchal, Bengal Chief Minister Mamata Banerjee today addressed a public meeting at Shunukpahari ground in Bankura.
The Bengal Chief Minister inaugurated numerous developmental projects from today’s meeting, including road projects, bridges, check dams, hostel buildings, a handloom development project and several government buildings.
She also laid foundation stones for a bouquet of developmental projects and distributed various government benefits.
Here’s what the Chief Minister said:
No match for Trinamool in development:
- People do not have to go to Kolkata for administrative work anymore. The Secretariat comes to districts now
- We have done away with khajna (tax) on agricultural land. We are always with our farmers
- Bengal produces 80 lakh eggs annually. We will become self-sufficient in egg production
- We will help self-help groups to set up poultries to increase production
- We give stipend to 82,000 folk artistes. One lakh more artistes will be brought under Lok Prasar Prakalpa before Durga Pujo
- Healthcare is free in Bengal. We have started ‘Swasthya Sathi’ health insurance scheme
- We have distributed 35 lakh cycles under Sabuj Sathi. 35 lakh more will be distributed this year
- We have started Swami Vivekananda Merit scholarship and allotted Rs 200 crore for it
- From Sabuj Shree at birth to Samabyathi at death, we have a scheme for every phase of life
Development initiatives for Bankura district:
- We believe actions speak louder than words. We have distributed various govt services to 10000 people today
- We conducted an administrative review meeting for 3 hours yesterday in Bankura. We took stock of all projects
- Why did they (the CPM) not start any water supply project for Bankura, Purulia?
- Till 2011, only 3% people in Bankura used to get water. Now 65% people receive water supply
- We will start a new water supply project for 8 more blocks of Bankura by August
- Industrial investments worth Rs 11,000 crore have been made in Bankura district
- We have set up a university in Bankura. A multi super speciality hospital is coming up at Barjora
- We are developing the tourism infrastructure in Bankura, from Mukutmanipur to terracotta temples of Bishnupur
- We have started a new project worth Rs 500 crore to build check dams for irrigation
- A project worth Rs 3,000 crore to build embankments in lower Damodar region has been taken up
- We have started an insurance scheme for Kendu leaf collectors
- We will provide training to local youths to prevent elephants from straying into localities
About CPI(M):
- Left Front Govt left behind a huge debt burden. Rs 40,000 Cr goes in paying debt installments
- I went on hunger strike for 26 days to fight for the rights of farmers. Can they (Opposition) do it?
- When they were in power they closed down industries, forcibly took away farmlands. They are giving us lectures
- CPI(M) and BJP have become one now. They are obstructing developmental projects just for the sake of opposition
পাঁচ বছরে যা কাজ করেছি কেউ তা পারবে না: মমতা বন্দ্যোপাধ্যায়
পশ্চিমাঞ্চল সফরের তৃতীয় দিনে আজ বাঁকুড়ার শুনুকপাহাড়ী মাঠে একটি জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজকের জনসভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে রয়েছে সড়ক প্রকল্প, ব্রিজ, চেক ড্যাম, হোস্টেল, হ্যান্ডলুম ডেভেলপমেন্ট প্রজেক্ট ইত্যাদি।
আজ আইটিআই, বাস টার্মিনাস, সড়ক প্রকল্প, ইকো-ট্যুরিজম প্রকল্প, কৃষি প্রকল্প, সরকারী বাসভবন সহ বেশ কিছু প্রকল্পের শিলান্যাসও করেন তিনি।
পাশাপাশি বেশ কিছু সরকারী পরিষেবা যেমন – কন্যাশ্রী, সবুজশ্রী, সবুজ সাথী ও শিক্ষাশ্রী, বিভিন্ন মেশিনারি জিনিসপত্র, লোন ইত্যাদি প্রদান করেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশ:
উন্নয়ন:
- সরকারী কাজের জন্য এখন আর মানুষকে কলকাতা ছুটে যেতে হয় না। এখন প্রশাসন আসে জেলার মানুষের কাছে
- কৃষিজমির খাজনা আমরা মুকুব করে দিয়েছি। আমরা কৃষকদের পাশে আছি
- বাংলায় বছরে ৮০ লক্ষ ডিম উৎপাদন হয়। ডিম উৎপাদনে বাংলা স্বয়ং-সম্পূর্ণ হবে
- পোল্ট্রি তৈরী করতে ও ডিম উৎপাদন বৃদ্ধিতে আমরা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে সাহায্য করব
- ৮২ হাজার লোক শিল্পীকে লোকপ্রসার প্রকল্পের আওতায় আনা হয়েছে। দুর্গা পুজোর আগে আরও ১ লক্ষ শিল্পীর নাম নথিভুক্ত হবে
- বাংলায় বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাওয়া যায়। আমরা ‘স্বাস্থ্য সাথী’ প্রকল্প চালু করেছি
- সবুজ সাথী প্রকল্পে ৩৫ লক্ষ সাইকেল দিয়েছি। এই বছর আরও ৩৫ লক্ষ সাইকেল দেওয়া হবে
- আমরা স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ চালু করেছি এবং এর জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে
- সবুজশ্রী থেকে সমব্যাথী – জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের প্রকল্প আছে
- নোট বাতিলের ফলে যারা চাকরি হারিয়েছেন তাদের জন্য আমরা সমর্থন প্রকল্প চালু করেছি
বাঁকুড়ার উন্নয়ন:
- কথা নয়, আমরা কাজে বিশ্বাসী। আজ প্রায় ১০ হাজার মানুষকে আমরা বিভিন্ন সরকারী পরিষেবা প্রদান করেছি
- গতকাল বাঁকুড়ায় ৩ ঘণ্টা প্রশাসনিক বৈঠক করেছি। বিভিন্ন প্রকল্পের কাজ কতটা এগিয়েছে তাঁর খোঁজখবর নিয়েছি
- বাঁকুড়া, পুরুলিয়ার জন্য কেন ওরা কোন পানীয় জল সরবরাহ প্রকল্প চালু করেনি?
- ২০১১ সাল পর্যন্ত বাঁকুড়ার ৩% লোক জল পেত। এখন ৬৫% লোক পানীয় জল পান
- আমরা আরও একটি নতুন জল সরবরাহ প্রকল্প চালু করব, আগামী আগস্ট মাসের মধ্যে বাঁকুড়ার আরও ৮টি ব্লক জল পাবে
- বাঁকুড়ায় ১১ হাজার কোটি টাকা শিল্প লগ্নি হয়েছে
- বাঁকুড়ায় আমরা একটি বিশ্ববিদ্যালয় তৈরী করেছি। বড়জোড়ায় একটি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরী হচ্ছে
- মুকুটমণিপুর থেকে বিষ্ণুপুরের টেরাকোটার মন্দির – বাঁকুড়ার পর্যটন পরিকাঠামোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে
- সেচের জন্য ৫০০ কোটি টাকা ব্যয়ে একটি চেক ড্যাম প্রকল্পের কাজ শুরু হয়েছে
- লোয়ার দামোদর অঞ্চলে সেচের জন্য এম্ব্যাঙ্কমেন্ট তৈরী করা হবে। ৩০০০ হাজার কোটি টাকার প্রকল্প শুরু হয়েছে
- কেন্দু পাতা সংগ্রহকারীদের জন্য আমরা পেনশন প্রকল্প চালু করেছি
- হাতিরা যাতে লোকালয়ে না ঢুকে আসে তার জন্য আমরা স্থানীয় ছেলেমেয়েদের প্রশিক্ষণ দেব
সিপিএম:
- বাম সরকার আমাদের ওপর বিপুল ঋণের বোঝা চাপিয়ে দিয়ে গেছে। ঋণ শোধ করছি করতে বছরে ৪০ হাজার কোটি টাকা কেটে নিয়ে যায়
- কৃষকদের আধিকারের জন্য আমি ২৬ দিন অনশন করেছিলাম। ওরা (বিরোধীরা) করে দেখাতে পারবে?
- সিপিএমের কোলে বিজেপি দোলে
- কেউ যদি ভাঙচুর করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা এই বিষয়ে আইন এনেছি
- ওরা যখন ক্ষমতায় ছিল, একের পর এক কারখানা বন্ধ করে দিয়েছিলো, কৃষিজমি কেড়ে নিয়েছিল। এখন বড় বড় কথা।