নভেম্বর ২৫, ২০১৯
ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ব্যাঙ্ক ঋণ বাড়ছে

২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকেই ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ক্লাস্টার উন্নয়নে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে ব্যাঙ্ক ঋণ নিতে উৎসাহিত করা হচ্ছে। রাজ্যে ক্লাস্টারের সংখ্যা ৪৯ থেকে বেড়ে ৫৩১ হয়েছে।
অর্থমন্ত্রী তথা ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রী অমিত মিত্র কয়েক মাস আগে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ৭০ হাজার কোটি টাকার ব্যাঙ্ক ঋণের লক্ষ্যমাত্রা বেঁধে দেন। মাত্র তিন মাসেই সেই লক্ষ্যের ৫০ শতাংশ ঋণ দেওয়া হয়ে গেছে।
প্রসঙ্গত, ২০১০-১১ সালে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ব্যাঙ্ক ঋণ দেওয়া হয়েছিল ৮৩০০ কোটি টাকা। ২০১৭-১৮ সালে এই পরিমাণ হয় ৪৪০৪৯ কোটি টাকা। ২০১৮-১৯ সালে দেওয়া হয় ৫৬৪৫৮ কোটি টাকার, যা দেশে সর্বোচ্চ। ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তর ক্লাস্টারগুলিকে সাহায্য করতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, যন্ত্র যোগান দেওয়া, বিভিন্ন পরিকাঠামোগত সাহায্য যেমন কমন ফেসিলিটি সেন্টার তৈরী করা এবং উৎপন্ন দ্রব্যের বিপণনের ব্যবস্থাও করে থাকে।