সাম্প্রতিক খবর

জুন ২৭, ২০১৯

কৃষকদের স্বার্থে রাজ্য সরকারের বাংলা শস্য বীমা প্রকল্প

কৃষকদের স্বার্থে রাজ্য সরকারের বাংলা শস্য বীমা প্রকল্প

এগ্রিকালচারাল ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়ার সহযোগিতায় ২০১৯ সালের খারিফ মরশুমের জন্য একটি ফসল বীমার ঘোষণা করেছে রাজ্য সরকার। এই প্রকল্পের নাম বাংলা শস্য বীমা। এই বীমার উপকার পাবে ১৫টি জেলা। জেলাগুলি হল, দার্জিলিং, কালিম্পং, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, মালদা, হুগলী, নদীয়া, মুর্শিদাবাদ, কোচবিহার, বীরভূম, পুরুলিয়া, দক্ষিণ দিনাজপুর, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা।  

 এই বীমার কিস্তির টাকা পুরোটাই দেবে রাজ্য সরকার।

 প্রকল্পের উদ্দেশ্যঃ প্রাকৃতিক দুর্যোগ থেকে কৃষকদের রক্ষার পাশাপাশি বাজারের অবস্থা বেসামাল হলেও যাতে কৃষকদের আয়ের কোনও ক্ষতি না হয়, এটাই এই বীমার মূল উদ্দেশ্য।

 বীমাযোগ্য ফসলঃ আমন ধান, আউশ ধান, পাট ও ভুট্টা

 বীমা করবেঃ আমন ধানের ক্ষেত্রে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত, বাকি শস্যের ক্ষেত্রে বীমা করবে সংশ্লিষ্ট ব্লক প্রশাসন।  

 যোগ্য কৃষকঃ যেসব কৃষক ঋণ নিয়েছেন বা ঋণের আবেদন করেছেন, তাদের জন্য এই বীমা বাধ্যতামূলক। এছাড়া সব কৃষক এই বীমার জন্য আবেদন করতে পারবে।

 এই বীমার টাকা পাওয়ার চারটি অবস্থাঃ বপন, কৃষি কালীন, ছাটাইয়ের পর যখন ধান শুকোনো হয়, আবহাওয়ার জন্য শস্য খারাপ হলে পাওয়া যাবে বীমার টাকা।

 টাকার পরিমানঃ হেক্টর পিছু সরকার নির্ধারিত পরিমাণ টাকা মিলবে।

 শেষ তারিখঃ আগস্ট ৩১, ২০১৯ তারিখের মধ্যে সমস্ত নথি জমা করতে হবে।