সাম্প্রতিক খবর

অক্টোবর ১৭, ২০১৯

বাংলার বাড়ির প্রকল্পের দলিল জমা রাখতে হবে ব্যাঙ্কে

বাংলার বাড়ির প্রকল্পের দলিল জমা রাখতে হবে ব্যাঙ্কে

বাংলার বাড়ি প্রকল্পে আরও স্বচ্ছতা আনতে এবার থেকে বাংলার বাড়ি প্রকল্পের জমির দলিল ব্যাঙ্কে জমা দেবে রাজ্য সরকার। যিনি বাড়ি বা ফ্ল্যাট পাবেন তাঁকে শর্ত মেনে ৩৫ হাজার টাকা ও পুরসভা এলাকায় ২৫ হাজার টাকা করে দিয়ে দলিল নিতে হবে ব্যাঙ্ক থেকে।

‘বাংলার বাড়ি’ প্রকল্পে ৫০০ বর্গফুট জমি আছে এমন গরিব মানুষকে মাথায় ছাদ দেওয়া ঘর তৈরিতে রাজ্য সরকার ৩ লক্ষ ৪৮ হাজার টাকা দিচ্ছে। কিন্তু পাঁচটি কিস্তিতে এই টাকা সরাসরি ব্যাংকে দিচ্ছে পুর ও নগরোন্নয়ন দপ্তর। নিয়ম অনুযায়ী প্রথমে ২৫ হাজার টাকা নিজে থেকে জমা দিয়ে সরকারের সঙ্গে চুক্তি করে নির্ধারিত ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হয় প্রাপককে। এই অ্যাকাউন্টে প্রথমে সরকার ৩৫ হাজার টাকা দেয়। মোট ৬০ হাজার টাকা দিয়েই ৩৫০ বর্গফুটের বাড়ির ভিত তৈরি করে ছবি পাঠাতে হয়। এরপর দুই কিস্তিতে এক লক্ষ করে দুই লক্ষ টাকা ব্যাংকে পাঠিয়ে দেয় রাজ্য সরকার।

প্রথম এক লক্ষে লিন্টন পর্যন্ত ঢালাই, দ্বিতীয় এক লক্ষে ছাদ ঢালাই এবং চতুর্থ কিস্তিতে ৫০ হাজার টাকা দিচ্ছে পুর দপ্তর। শেষ টাকা দিয়ে প্লাস্টার ও স্যানিটেশন গড়তে হবে। অবশিষ্ট ৫৮ হাজার পাওয়ার আগে ঘরে বিদ্যুৎদয়ন ও অন্যান্য কাজ সম্পূর্ণ করতে হবে। সঙ্গে মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া সরকারি স্টেনসিল বোর্ড বাড়ির সামনে লাগানো বাধ্যতামূলক।ঠিকা টেনেন্সি আইন পাস হওয়ার পর কলকাতার গরীব মানুষদের বাংলার বাড়ি প্রকল্পে একটি করে বহুতল তৈরী করে দিচ্ছে রাজ্য সরকার।

সৌজন্যেঃ প্রতিদিন