নভেম্বর ৮, ২০১৯
বাংলা মাথা উঁচু করে চলবে, লড়াই করে বাঁচবেঃ দিদি

আজ কলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে উদ্বোধন হল ২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। এই বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা, দেশ ও বিদেশের চলচ্চিত্র তারকা, পরিচালক ও কলাকুশলীরা। অস্কার বিজয়ী চিত্র তারকা ও পরিচালকের সমাগমে আজ এক কথায় চাঁদের হাট বসেছিল এই উদ্বোধনী অনুষ্ঠানে।
অনুষ্ঠান মঞ্চ থেকে সকল শিল্পীদের শুভেচ্ছা জানিয়ে, আগামী দিনে বাংলা সিনেমাকে আরও সুদূর প্রসারী করার কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আজ বাংলা সিনেমা শতবর্ষে পা দিয়েছে। টলিউড-বলিউড-হলিউড প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা সম্পর্ক আছে।
তিনি আরও বলেন, সব অতিথিরা বলেছেন এত সুন্দর চলচ্চিত্র উৎসব আর কোথাও হয় না। এর কারণ, আমাদের আন্তরিকতা টাকা দিয়ে তৈরী হয় না। তাই, সব অতিথিরা নিজের কাজ থাকা সত্ত্বেও আমাদের আমন্ত্রণে বারবার ছুটে আসেন। আমরা তাঁদের কাছে কৃতজ্ঞ।
মুখ্যমন্ত্রী বলেন, সকলকে সঙ্গে নিয়েই বাংলা বিশ্বসেরা হবে। আমরা কাউকে হিংসা করি না। বাংলা এগিয়ে যেতে চায়। বাংলা কোনও বাধা মানে না, বাংলা জয় করতে চায়। আমাদের কোনও নেতিবাচক মনোভাব নেই।
চলচ্চিত্র থেকে শুরু করে, খেলাধুলা, সংস্কৃতি, শিক্ষা, সভ্যতা – সব ব্যাপারে এগিয়ে যাক বাংলা। বিশ্বে সব থেকে বেশী নোবেল জয়ী বাংলা। সংস্কৃতির রাজধানী বাংলা। বাংলা সারা ভারতের সকলকে নিয়ে চলতে চায়, ভালবাসতে চায়। বাংলা মাথা উঁচু করে চলবে, লড়াই করে বাঁচবে, এমনটাই বলেন তিনি।