সেপ্টেম্বর ৫, ২০১৯
স্বনির্ভর গোষ্ঠীকে সাহায্য করায় বাংলা দেশের সেরা

সমবায় ক্ষেত্রে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আর্থিক সহায়তা করার ক্ষেত্রে দেশের সেরা বাংলা। সম্প্রতি কলকাতায় পশ্চিমবঙ্গ সমবায় ব্যাঙ্ক কর্মী সঙ্ঘের প্রথম সমাবেশে এই তথ্য জানান সমবায় মন্ত্রী।
গ্রামীণ জনসাধারণকে বিশেষ করে মহিলাদের সাহায্য করতে পেরে রাজ্য সরকার খুব খুশী।
মন্ত্রী বলেন, ২০১৮-১৯ সালে রাজ্য সরকার ৯৭ হাজার স্বনির্ভর গোষ্ঠীকে ঋণ দিয়েছে যা দেশের সর্বোচ্চ শুধু তাই নয়, দ্বিতীয় স্থানে যে রাজ্য আচ্ছে, তাঁর থেকে বহু ধাপ এগিয়ে। এই মুহূর্তে রাজ্যে ২.২ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী আছে যারা রাজ্য সরকারের সাহায্য পায়।
সম্প্রতি আগস্ট মাসে রাজ্য সরকারের এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন সরকার প্রায় ১ লক্ষ মহিলাকে ১৮০ কোটি টাকার ঋণ দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে যাতে তারা ছাগল, গরু, মুরগী পালন করতে পারে।
সৌজন্যেঃ বর্তমান