সাম্প্রতিক খবর

নভেম্বর ২৩, ২০১৯

বাংলায় সর্বশিক্ষা অভিযানের টাকা দিচ্ছে না মোদী সরকার

বাংলায় সর্বশিক্ষা অভিযানের টাকা দিচ্ছে না মোদী সরকার

কেন্দ্র যে বরাবর বাংলাকে বঞ্চিত করে এর বহু নিদর্শন আছে। এবার সর্বশিক্ষা অভিযানের প্রাপ্য টাকা না দেওয়া নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে আবার উঠল সেই একই অভিযোগ। রাজ্য শিক্ষা দফতরের অভিযোগ, শিক্ষার অধিকার আইন মেনে এ রাজ্যে নিযুক্ত প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের শিক্ষক-শিক্ষিকাদের বেতন খাতে বকেয়া টাকা দিচ্ছে না কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। তিন বছরে বেতন খাতেই পাওনা দাঁড়িয়েছে ৩৩৪০ কোটি টাকা।

শিক্ষা দপ্তরের দাবি, ২০০৯ সালের শিক্ষার অধিকার আইনের শর্ত অনুযায়ী রাজ্যে প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে শিক্ষক-ছাত্র অনুপাত ১:৩০ এবং ১:৩৫ থাকা বাধ্যতামূলক। সেই শর্ত মানতে গিয়ে ২০১৫-১৬ থেকে ২০১৭-১৮ পর্যন্ত সর্বশিক্ষা অভিযানের অধীনে সরকার বাড়তি শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করেছে। সর্বশিক্ষা অভিযান প্রকল্পের ৬০ ভাগ টাকা দেয় রাজ্য, বাকিটা দেওয়ার কথা কেন্দ্র সরকারের। কিন্তু বাড়তি শিক্ষক নিয়োগের পর বেতনের অংশ রাজ্যকে দেয়নি কেন্দ্র। তার পরিমাণ ৩৩৪০ কোটি টাকা।

মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি লিখে বকেয়া টাকা দিতে অনুরোধ করাতেও প্রাপ্য টাকা থেকে বঞ্চিতই থেকে গেছে রাজ্য।