অক্টোবর ২২, ২০১৯
শিশু-পুষ্টিতে এগিয়ে বাংলা

শিশু পুষ্টিতে অন্যান্য রাজ্যের তুলনায় এগিয়ে রয়েছে বাংলা।নয়া দিল্লিতে রাষ্ট্রপুঞ্জের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে একথা জানান খাদ্য বিষয়ক রাষ্ট্রপুঞ্জের এক শীর্ষস্থানীয় কর্তা।
অপুষ্টির থাবা শিশুদের জীবনে পশ্চিমবঙ্গের চেয়ে ঢের বেশি গুজরাট, রাজস্থান, উত্তরদেশের মতো রাজ্যে। সে রক্তাল্পতা হোক বা মস্তিষ্কের বৃদ্ধি কিংবা ওজন— সবের নিরিখেই বাংলার অবস্থান ঢের ভালো আর পাঁচটা বড় রাজ্যের চেয়ে।
সারা দেশে অস্বাভাবিক কম ওজনের শিশু জন্মানোর হার যেখানে ২১.৪ শতাংশ, বাংলায় এই হার অনেকটাই কম, ২০.৮ শতাংশ।
গুজরাতে যেখানে প্রতি ১০০ জন মহিলার মধ্যে ৬০.১ জন রক্তাল্পতায় ভুগছেন বাংলায় সে সংখ্যাটা ৫৭।
দেশের ৩৯.৩ শতাংশ পাঁচ বছর বয়সি শিশুর বয়সের তুলনায় কম উচ্চতা, এ রাজ্যে সেই সংখ্যা ৩২ শতাংশ।
সৌজন্যে: প্রতিদিন