May 19, 2017
‘Bangla Hobe Biswa Sera’ – Motto of Maa, Mati, Manush Govt

13 May, 2011 was a red letter day in the history of Bengal politics. On that day, Trinamool Congress led by Mamata Banerjee uprooted the 34 year old Left Front Government. Mamata Banerjee faced her first election as incumbent Chief Minister in 2016. On 19 May, 2016, the people of Bengal handed her a massive mandate with 211 out of 294 seats.
Like 13 May, 19 May is also thus marked in golden colours in our calendar. On that day, the Maa, Mati, Manush Government came back to power on the plank of development. Social justice, economic reforms and massive growth in infrastructure were the main reasons for the huge victory.
The past one year saw the continuance of the development agenda set by Mamata Banerjee. In the face of a huge debt burden, political vendetta and an onslaught on the social fabric of the State, Didi remained steadfast in her goal and took Bengal to newer heights.
The biggest achievement in the past one year was definitely the historic verdict of Supreme Court declaring the land acquisition in Singur (during Left Front regime) as unconstitutional and ordering the return of land to farmers. On 16 September, 2016, Didi finally fulfilled her promise and handed over land deeds to the farmers in Singur.
Mamata Banerjee had started the tradition of holding administrative review meetings in districts where the entire administration from CMO to BDO were present. She continued this practice and has already conducted at least one meeting in every district. In fact, in the last one year, the CM announced the formation of three new districts: Kalimpong, Bardhaman West and Jhargram.
This year the Bengal Global Business Summit saw the participation of 29 countries with investment proposals worth Rs 2.35 lakh crores.
This year, the number of registered girls under Kanyashree touched 40 lakhs. The CM started distribution of 30 lakh new cycles under Sabuj Sathi scheme. A new scheme called Sabuj Shree was launched where in every family was given a sapling for the birth of a baby. The other schemes like Siksha Shree, Khadya Sathi, Gatidhara, Gitanjali among others continue with equal importance.
The government took a major decision to abolish khajna tax on agricultural land. This would help the farmers, who have been affected by demonetisation. As a matter of fact, the government has started a scheme called Samarthan to financially assist 50,000 workers who lost their jobs due to demonetisation.
In short, the surge of development continues under Mamata Banerjee. As she says, Bangla hobe Biswa Sera (Bengal will become the best in the world).
‘বাংলা হবে বিশ্ব সেরা’ মন্ত্রেই কাজ করে চলেছে মা-মাটি-মানুষ সরকার
বাংলার রাজনৈতিক ইতিহাসে ১৩ মে ২০১১ এক অবিস্মরণীয় দিন। ৩৪ বছরের বাম রাজত্বের অপসাশন ও রক্তাক্ত অধ্যায়ের সমাপ্তি ঘটিয়ে অগ্নিকন্যার নেতৃত্বে ইতিহাস সৃষ্টি করে বাংলায় ক্ষমতায় এসেছিল মা-মাটি-মানুষের সরকার। শুরু হল এক নতুন রাজনৈতিক অধ্যায়। ২০১৬ সালে প্রথমবার মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে দাঁড়ালেন এবং বাংলার মানুষ ১৯ শে মে ২০১৬ তে ২৯৪ টি আসনের মধ্যে ২১১টি আসন তৃণমূল কংগ্রেসকে জয়যুক্ত করল।
১৩ই মে ও ১৯শে মে দুটি তারিখই ক্যালেন্ডারে স্বর্ণাক্ষরে লেখা আছে। এই ব্যাপক জয়ের কারণই হলো ক্ষমতায় আসার পর মা ,মাটি,মানুষের সরকার উন্নয়ন ,সামাজিক ন্যায় ,অর্থনৈতিক পরিকাঠামোর যে উন্নতি ঘটিয়েছে এটা তারই ফল।
গত একবছরে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের ধারা তৈরী করেছে তা আমরা দেখেছি। বাম সরকারের ঋণের বিশাল বোঝা,গণতান্ত্রিক কাঠমোর উপর বারবার আক্রমন করা সত্বেও ,দিদি তার লক্ষ্যে স্থির থেকে বাংলা এগিয়ে নিয়ে যাচ্ছেন।
জেলায় জেলায় প্রশাসনিক বৈঠক করেছেন সিএমও, বিডিও দের। গত একবছরের মধ্যে মুখ্যমন্ত্রী তিনটি নতুন জেলার ঘোষণা করেন কালিম্পঙ,পশ্চিম বর্ধমান ,ঝাড়গ্রাম।
এই বছর বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে ২৯টি দেশ অংশগ্রহনের সাথে সাথে ২.৩৫ লাখ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাবও পেয়েছে বাংলা।
এই বছর কন্যাশ্রী প্রকল্পটি ৪০লক্ষে পৌঁছেছে। সবুজ সাথীতে ৩০লক্ষ নতুন সাইকেল প্রদান করা হয়েছে। সবুজ শ্রী নামে একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে যেখানে প্রতিটি পরিবার একটি শিশুর জন্মের জন্য একটি চারা গাছ দেওয়া হয়। অন্যান্য প্রকল্পের মধ্যে যেমন শিক্ষাশ্রী ,খাদ্যসাথী ,গতিধারা সমান গুরুত্বের সঙ্গে চলছে।
কৃষি জমির খাজনা বাতিলের একটি বড় সিদ্ধান্ত সরকার নিয়েছে। নোটবাতিলের প্রভাবে যে সকল কৃষকরা প্রভাবিত হয়েছেন তারা এর মাধ্যমে সাহায্য পাবেন। এছাড়া নোটবাতিলের কারণেই যে সকল কর্মী তাদের চাকরি হারিয়েছেন তারা সমর্থন প্রকল্পের দ্বারা ৫০০০০ হাজার টাকা করে সাহায্যে পাবেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা হবে বিশ্বসেরা।