সাম্প্রতিক খবর

ফেব্রুয়ারি ২২, ২০১৯

মিলবে জমি, পর্যটনে লগ্নি চায় রাজ্য

মিলবে জমি, পর্যটনে লগ্নি চায় রাজ্য

মাথায় হিমালয়, বঙ্গলক্ষ্মীর পা ধুয়ে দিচ্ছে বঙ্গোপসাগর। আর কমবেশী অরণ্যরহস্য রয়েছে তো প্রায় সারা বাংলাতেই। তাই পশ্চিমবঙ্গের শিল্প-মানচিত্রে এ বার পর্যটনকে বড়সড় হাতিয়ার করতে চাইছে রাজ্য সরকার।

“রাজ্যে পর্যটন ব্যবসায় বিনিয়োগকারীরা যোগ দিতে পারেন। রাজ্য সরকার তাঁদের জমি দিতে প্রস্তুত,” বণিকসভা ইন্ডিয়ান চেম্বার অব কমার্স (আইসিসি) আয়োজিত এক অনুষ্ঠানে বলেন পর্যটনমন্ত্রী। তাঁর দাবী, বিনিয়োগকারীর সংখ্যা বাড়লে পর্যটন ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগও বৃদ্ধি পাবে। পর্যটন-পরিকাঠামোর উন্নয়নে সরকার কী ব্যবস্থা নিচ্ছে, এ দিন তার খতিয়ানও দেন মন্ত্রী।

পর্যটনমন্ত্রী বলেন, দপ্তরের নিজস্ব ৪৩টি জায়গায় পরিকাঠামোর উন্নয়নে জোর দেওয়া হয়েছে। সেখানে জিম, সুইমিং পুল, স্কাইওয়াক, হস্তশিল্প সামগ্রী কেনার দোকান, ওয়াইফাই ব্যবস্থা চালু করা হচ্ছে। তিনটি বড় প্রকল্পের কাজ চলছে গজলজোবা, বলাগড় ও ঝড়খালিতে। উত্তরবঙ্গে নতুন ৮৯টি ট্রেক রুট চিহ্নিত করেছে পর্যটন দপ্তর। সান্দাকফু, টংলু, টাইগার হিলের মতো জায়গায় ‘ট্রেকার্স হাট’ তৈরী করা হচ্ছে। সভায় মন্ত্রী দাবী করেন, দার্জিলিং থেকে দিঘা— রাজ্যে পাহাড়, সমুদ্র, জঙ্গল, নদী ছাড়াও রয়েছে বহু ঐতিহাসিক দ্রষ্টব্য, ধর্মস্থান। ফলে পর্যটনে বিনিয়োগের সুযোগ রয়েছে গোটা রাজ্যেই। গ্রামীণ অর্থনীতির বিকাশে ‘হোম স্টে’ ব্যবস্থার রেজিস্ট্রেশন শুরু করেছে রাজ্য সরকার। উত্তরবঙ্গেই রয়েছে প্রায় আড়াই হাজার হোম স্টে।

ফাইল ফটো