সাম্প্রতিক খবর

অক্টোবর ২১, ২০১৯

এবার সাংবাদিকদেরও সামাজিক সুরক্ষা দেবে রাজ্য সরকার

এবার সাংবাদিকদেরও সামাজিক সুরক্ষা দেবে রাজ্য সরকার

পশ্চিমবঙ্গ সাংবাদিক সামাজিক সুরক্ষা প্রকল্প ২০১৯ এর মাধ্যমে শীঘ্রই রাজ্য সরকার বাংলার সাংবাদিকদের আর্থিক সাহায্য শুরু করবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, রাজ্য সরকার ৬০ বছরের কম বয়সের কোনও সাংবাদিক কর্মহীন হলে মাসিক ১০ হাজার টাকা করে দেবে। কোনও দুর্ঘটনায় মৃত্যু হলে ২ লক্ষ টাকা এবং আহত হলে ৫০ হাজার টাকা তুলে দেবে সেই সাংবাদিকের পরিবারের হাতে।

যে সাংবাদিক পাঁচ বছর কোনও সংবাদমাধ্যমে আছেন, তারাই এই প্রকল্পের আওতাভুক্ত হতে পারবেন।

সাংবাদিকদের এই প্রকল্পে আওতাভুক্ত হওয়ার যোগ্যতা যাচাই করবে তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধীনস্থ একটি স্ক্রিনিং কমিটি।