সাম্প্রতিক খবর

ফেব্রুয়ারি ১৪, ২০১৯

বিদ্যুৎ ক্ষেত্রে সংস্কার করতে টেরি-র সাথে মৌ রাজ্যের

বিদ্যুৎ ক্ষেত্রে সংস্কার করতে টেরি-র সাথে মৌ রাজ্যের

রাজ্যের বিদ্যুৎ ক্ষেত্রে সংস্কার করতে দি এনার্জি অ্যান্ড রিসোর্সেস ইন্সটিটিউট (টেরি) এর সাথে মৌ স্বাক্ষরিত করল রাজ্য সরকার। এই বিষয়ে রাজ্যের বিদ‍্যুৎ দপ্তরের অতিরিক্ত সচিব এবং টেরি-র ডিরেক্টর জেনারেল পঞ্চম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে একটি মৌ স্বাক্ষর করেন।

যেসব ক্ষেত্রগুলিতে যৌথ উদ্যোগে কাজ হবে সেগুলি হল নবীকরণযোগ্য শক্তি পরিকল্পনা, প্রযুক্তি শিক্ষা – যেমন, গ্রীড ইন্টিগ্রেশন স্টাডিস, শক্তি সঞ্চয়, ইলেকট্রিক যান চার্জিং পরিকাঠামো, বণ্টন বিষয়ক সংস্কার, চাহিদাগত ব্যবস্থাপনা, উন্নত বিদ্যুৎ। এছাড়া, ইন্টিগ্রেটেড এনার্জি ডিমান্ড এবং সাপ্লাই প্রোজেকশন এবং উদ্ভাবনী সমাধান (স্মার্ট গ্রীড, আগ্রো-ভোলাটিক্স, ফ্লোটিং সোলার পিভি) এর ক্ষেত্রেও যৌথ উদ্যোগে কাজ হবে।

এই সকল উদ্যোগের ফলে আরও পরিচ্ছন্ন এবং পরিবেশবান্ধব হবে রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থা। নবীকরণযোগ্য শক্তি এবং ইলেকট্রিক যানের সমন্বয় আরও ভালো হবে।

ফাইল চিত্র