সাম্প্রতিক খবর

জুলাই ৭, ২০১৯

কৃষকদের পাশেই রাজ্যঃ মুখ্যমন্ত্রী

কৃষকদের পাশেই রাজ্যঃ মুখ্যমন্ত্রী

“কৃষকদের পাশে রাজ্য সরকার সবসময় ছিল, আছে, থাকবে।“ বিধানসভায় একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমরা নানা সুযোগ সুবিধা দিচ্ছি। ধান, আম, আলু, পেঁয়াজ চাষিদের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। কৃষি বিপণন দপ্তর বিষয়গুলি দেখছে।

শুধু তাই নয়, কৃষকদের জন্য রাজ্যে নানা রকমের প্রকল্প আছে। যে কৃষকদের ১ একর জমি রয়েছে তাঁদের বছরে ২ বার ৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ১ হাজার টাকা করে দেওয়া হয়। শস্য বীমার ক্ষেত্রে আমরা ৮০০ কোটি টাকা দিয়েছি। কিন্তু নির্বাচনের আগে বিজেপি রাজনীতি শুরু করে দেয়। প্রধানমন্ত্রীর ছবি দেওয়া চিঠি বাড়ি বাড়ি পাঠায়। আমরা কৃষকদের সঙ্গে সবসময় আছি।’

কৃষিমন্ত্রী বলেন, “৩০ জানুয়ারি ২০১৯-এ কৃষকবন্ধু প্রকল্পের সূচনা হয়। নথিভুক্ত ভাগচাষীদের কৃষির জন্য রবি এবং খরিফ ফসল চাষে ৫ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়। ১ একরের কম জমির জন্য আনুপাতিক হারে প্রতিবছর অনুদান দেওয়া হয় ২ হাজার টাকা করে। ৬ লক্ষ ৯৯ হাজার ৩০০ জন এই প্রকল্পে টাকা পেয়েছেন। ২০১৯-২০ আর্থিক বছরে অর্থ বরাদ্দ হয়েছে ৩ হাজার কোটি টাকা। ৩১ মে ২০১৯ পর্যন্ত অর্থ দেওয়া হয়েছে ১১০ কোটি ৩২ লক্ষ ৩৩ হাজার ৫৮৮ টাকা। ওই দিনের পর থেকে দেওয়া হয়েছে আরও ১৮৭ কোটি টাকা।”

সৌজন্যেঃ আজকাল