সাম্প্রতিক খবর

নভেম্বর ২৬, ২০১৯

নলেজ বেসড শিল্পের খসড়া নীতি সরকারের

নলেজ বেসড শিল্পের খসড়া নীতি সরকারের

রসগোল্লা থেকে জয়নগরের মোয়া কিংবা মাদুরকাটি, পটচিত্র। একাধিক ক্ষেত্রে রাজ্য পেয়েছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর বা জিআই। মেধাশক্তির হাত ধরে ইন্টেলেকচুয়াল প্রপার্টি স্বত্বও মিলেছে অনেক ক্ষেত্রে। এই স্বীকৃতিকে কাজে লাগিয়ে বিনিয়োগ টানতে খসড়া নীতি তৈরী করল বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর। যার লক্ষ্যই হল নলেজ বেসড শিল্পের ক্ষেত্র তৈরী করা।

রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী আনুষ্ঠানিক ভাবে এই নয়া খসড়া নীতি প্রকাশ করেন। বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের এই খসড়া নীতিতে গবেষণালব্ধ নতুন ধরনের ভাবনার পেটেন্ট ও জিআই পাওয়ার ক্ষেত্রে আইনি সহযোগিতা দেওয়ার পাশাপাশি তা যাতে বিনিয়োগে কাযর্করী ভূমিকা নিতে পারে, সে জন্য উপযুক্ত সহযোগিতার কথা জানানো হয়েছে।

জিআই বা আইপি স্বত্ব নিয়ে র্স্টাট-আপ বা নয়া শিল্পদ্যোগীরা এগিয়ে এলে রাজ্য সরকার তাঁদের প্রযুক্তিগত ও উৎপাদিত সামগ্রী বাজারজাত করতে সহযোগিতা করবে। মিলবে উৎসাহভাতাও।

স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশন ফি ছাড়াও মূলধনী বিনিয়োগের উপর ২০ শতাংশ ভর্তুকি দেওয়া হবে।

লিজ বা ভাড়া নিয়ে ব্যবসা শুরু করলে প্রতি বর্গফুটে ৫ টাকা বা মূল ভাড়ার ২৫ শতাংশ রাজ্য সরকার ৩ বছরের জন্য ভর্তুকি দেবে।

যদি কোনও স্টার্ট-আপ সংস্থা তাদের উদ্ভাবিত বিষয়টি পেটেন্ট হিসেবে নথিভুক্ত করতে চাইলে তার খরচ হিসেবে রাজ্য সরকার ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য করবে।