অগাস্ট ১৫, ২০১৯
আজ রাজ্য জুড়ে পালিত হচ্ছে সংস্কৃতি দিবস

আজ রাজ্য জুড়ে পালিত হচ্ছে সংস্কৃতি দিবস। সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই দিন রাজ্য সরকার সংস্কৃতি দিবস পালন করে।
১৯০৫ সালে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নেয় ব্রিটিশরা। সেই সিদ্ধান্তের প্রতিবাদে হিন্দু মুসলিম সম্প্রীতি রক্ষার্থে রাখী বন্ধন অনুষ্ঠান পালন করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।
রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর ৩৪২টি ব্লকে, ১২২টি পুরসভায় ও ৬টি পৌর সংস্থা সহ কলকাতার ১৪৪টি ওয়ার্ডে, জেলা সদর ও জিটিএ অঞ্চলে পালন করছে সংস্কৃতি দিবস।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী তাঁর প্রতিটি জনসভায় সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেন, তিনি জনগণকে বাংলার চিরাচরিত সম্প্রীতির বাতাবরণ অক্ষুণ্ণ রাখতে ও বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার আর্জি জানান।