সাম্প্রতিক খবর

অক্টোবর ১৬, ২০১৯

গত আট বছরে খাদ্য দপ্তরের উল্লেখযোগ্য সাফল্য

গত আট বছরে খাদ্য দপ্তরের উল্লেখযোগ্য সাফল্য

গত আট বছরে গণবন্টন ব্যবস্থার মাধ্যমে তৃণমূল কংগ্রেস সরকার বেশ কিছু সাফল্য আন্দোলন করেছে।

* একটি দিশারী প্রকল্প- ‘খাদ্যসাথী’ ২০১৬ সালের ২৭ জানুয়ারি কার্যকর হয়, এখন পর্যন্ত এই প্রকল্পে ৮.৮২ কোটি মানুষ নথিভুক্ত হয়েছেন। এই প্রকল্পের আওতাভুক্ত ৯০.৬ শতাংশ উপভোক্তাকে প্রতিমাসে কিলো প্রতি ২ টাকা দরে ৫ কিলো খাদ্যশস্য সরবরাহ করা হয়।

* ৫০ লক্ষ মানুষকে বাজার মূল্যের অর্ধেক দামে খাদ্যশস্য প্রদান করা হয়।

* গত আট বছরে গণবণ্টন ব্যবস্থায় খাদ্যশস্য বরাদ্দের পরিমাণ বহুগুণ বৃদ্ধি পেয়েছে।

* সকলকে ডিজিটাল রেশন কার্ড প্রদান করা হয়েছে।

প্রতি মাসের প্রদেয় পরিমাণঃ

* চা বাগানের আবাসিকদের জন্যঃ ২ টাকা কিলো দরে ৩৫ কিলো খাদ্যশস্য

* আয়লা অধ্যুষিত অঞ্চলের জন্যঃ ২ টাকা কিলো দরে ১৬ কিলো খাদ্যশস্য

* সিঙ্গুরে চাষির পরিবারঃ ২ টাকা কিলো দরে ১৬ কিলো খাদ্যশস্য

* দার্জিলিঙের ৮ লক্ষ বেশী মানুষঃ ২ টাকা কিলো দরে ১১ কিলো খাদ্যশস্য

* জঙ্গলমহলের ৩৫ লক্ষের বেশী মানুষঃ ২ টাকা কিলো দরে ১১ কিলো খাদ্যশস্য

* আলিপুরদুয়ারের টোটোজাতিঃ বিনামূল্যে ১১কিলো খাদ্যশস্য

* দুর্গাপুজো, কালীপুজো, দীপাবলি, ঈদ, রমজান, ছটপুজোঃ খাবার তেল, ছোলার ডাল, ময়দা, চিনি দেওয়া হয় ভর্তুকিমূল্যে।

* গণ-বণ্টন ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে সার্বিক সংস্কার, ব্যবহার হচ্ছে তথ্য-প্রযুক্তি।

* নেফটের মাধ্যমে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিক্রয়মূল্য সরাসরি প্রদানের ব্যবস্থা করা হয়েছে।

* সমবায় সমিতিগুলির মাধ্যমে ধান সংগ্রহের ক্ষেত্রে সংশ্লিষ্ট এজেন্সিগুলি বিক্রির তিন দিনের মধ্যে বিক্রয়মূল্য সরাসরি কৃষকদের প্রদান করছে।

* বন্ধ চা বাগানে মডেল ন্যায্যমূল্যের দোকান নির্মাণ।

* ই-প্রোকিওরমেন্ট সফটওয়্যারের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে কৃষকদের ক্ষেত্রে প্রাসঙ্গিক যাবতীয় তথ্য ও আদান-প্রদানের বিবরণী নথিভুক্ত করা সম্ভব হয়েছে।

পরিকল্পনা খাতে ব্যয় বেড়েছে ৮০০ শতাংশ।

প্রায় ৬ হাজার তীব্র অপুষ্টি শিকার শিশু ও তাদের মায়েদের পুষ্টিগত সহায়তা (প্রতি মাসে ৫ কিলো চাল, ২.৫ কিলো গম, ১ কিলো মসুর ডাল ও ১ কিলো ছোলা) বিনামূল্যে দেওয়ার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সঙ্গে মিলিতভাবে একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

মজুত করার ক্ষমতা সম্প্রসারণ করা হয়েছে ৬২ হাজার মেট্রিক টন থেকে ৬ লক্ষ মেট্রিক টনে।

নিঃশুল্ক সহায়তা দূরভাষের মাধ্যমে ব্যাপক অভিযোগ প্রতিবিধান ব্যবস্থা। ২৪X৭ কল সেন্টার খোলা হয়েছে, ১৮০০-৩৪৫-৫৫০৫ অথবা ১৯৬৭।