সাম্প্রতিক খবর

অক্টোবর ২৫, ২০১৯

নিখোঁজ-উদ্ধারে এগিয়ে বাংলা

নিখোঁজ-উদ্ধারে এগিয়ে বাংলা

দুবছর অপেক্ষার পর এনসিআরবি রিপোর্ট প্রকাশিত হল।

রিপোর্টে প্রকাশিত তথ্য অনুয়াযী, ২০১৭ সালে নিখোঁজ শিশু উদ্ধারে দেশের শীর্ষে বাংলা। পাচার রোধে সদার্থক ভুমিকার জন্যই এই সাফল্য।

২০১৭ সালে ১৮ বছর বয়সের কম ১১৮৪৯ জন উদ্ধার হয়েছে। যা দেশের সমস্ত হারানো শিশুর উদ্ধারের ১৬.৮২ শতাংশ।

২০১৭ সালে মহিলাদের বিরুদ্ধে অপরাধে কলকাতায় নথিভুক্ত ধর্ষণ হয়েছে ১৫টি এবং মহিলাদের পিছু করার ঘটনা ৫৩ টি। যেখানে একই অপরাধ দিল্লীতে ঘটেছে যথাক্রমে ১১৭০ ও ৪৭২টি। সাড়া দেশের মহিলাদের বিরুদ্ধে অপরাধ হয়েছে ৩৫৯৪৮৯টি।

উল্লেখ্য, ২০১৭ সালের এনসিআরবি তথ্য অনুয়াযী কলকাতা দেশের নিরাপদতম শহর। বাংলাতেও অপরাধের হার কমেছে উল্লেখযোগ্য ভাবে।