নভেম্বর ১৫, ২০১৯
শিশু স্বাস্থ্যে এগিয়ে বাংলা

কেন্দ্রীয় সরকার ও ইউনিসেফ যৌথ উদ্যোগে দি কম্প্রিহেন্সিভ ন্যাশানাল নিউট্রিশান সার্ভে করে। এই সার্ভের রিপোর্ট সম্প্রতি প্রকাশিত হয়েছে। রিপোর্টে দেখা গেছে শিশু পুষ্টির বেশ কিছু ক্ষেত্রে বাংলা দেশের মধ্যে অন্যান্য অনেক রাজ্যের থেকে এগিয়ে আছে যেমন, বৃদ্ধি আটকে যাওয়া বা কম ওজনের শিশু। ঙ্কিছু ক্ষেত্রে জাতীয় গড়ের থেকে অনেক এগিয়ে বাংলা।
এই সমীক্ষা করা হয় দেশের ০ থেকে ১৯ বছর বয়সী ছেলে মেয়ের পুষ্টির ওপর।
এই রিপোর্টটি যখন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের করা এর আগের সমীক্ষার সঙ্গে মিলিয়ে দেখা হয়, দেখা যায় ০ থেকে ৫ বছরের কম বয়সীদের যাদের বৃদ্ধি আটকে গেছে, তাদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। এই বৃদ্ধি প্রধানত আটকায় ভিটামিন এ ও আয়রনের অভাবে।
২০০৫-২০১৮ সালে বাংলায় আটকে যাওয়া বৃদ্ধির ছিল ১৯.৩ শতাংশ আর জাতীয় গড় ছিল ১৩.৩ শতাংশ। আয়রনের ঘাটতিতে বৃদ্ধির হার আটকে যাওয়ার ঘটনা রাজ্যে ছিল ২২ শতাংশ যেখানে এই হার উল্লেখযোগ্যভাবে বেশী ছিল পঞ্জাব ও গুজারাটে।
রাজ্য মহিলা, শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ মন্ত্রী বলেন, এই সমীক্ষায় বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার শিশুদের পুষ্টির জন্য যে উদ্যোগ নিয়েছে, তারই ফল দেখা যাচ্ছে এই সমীক্ষায়। অনেক নতুন পদ্ধতি ব্যবহার করা হয়েছে রাজ্যবাসীর পুষ্টির হার বাড়ানোর জন্য।