সাম্প্রতিক খবর

ফেব্রুয়ারি ২২, ২০১৯

ঋণভারে শিল্প আর্থিক সংস্থা, প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

ঋণভারে শিল্প আর্থিক সংস্থা, প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

শিল্প পরিকাঠামোর জন্য গঠিত দেশের সব থেকে বড় আর্থিক সংস্থা খণভারে জর্জরিত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ, এতে দেশের সাধারণ মানুষের প্রভিডেন্ট ফান্ড, পেনশনের মতো টাকা আটকা পড়েছে। তাই, মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চেয়েছেন। তিনি প্রধানমন্ত্রীকে একটি চিঠিতে বলেছেন, এইসব সাধারণ মানুষের স্বার্থে যেন আর ঘা না পড়ে।

ইনফ্রাস্ট্রাকচার লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস সংস্থাটি (আইএলএফ এস) ৯১ হাজার কোটি টাকার ঋণ সমস্যায় জড়িয়ে পড়েছে। দেশের বড় বড় সরকারি, আধাসরকারি, এমনকী বেসরকারি ও রাজ্য বিদ্যুৎ বোর্ডগুলির চাকুরেদের জমানো টাকা ফেরত পাওয়া যাবে কি না, তা নিয়ে তাঁরা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। এইসব সংস্থার মধো আছে- হাডকো, আইডিবিআই, এসবিআই, সিডকো, এমএমটিসি, গুজরাট-হিমাচল প্রদেশের বিদ্যুৎ বোর্ডের মতো সংস্থা। এই প্রতিষ্ঠানগুলি তাদের কর্মীদের টাকা আইএলএফএসের বন্ড আকারে বিনিয়োগ করেছে।

আইএলএফএসের অবস্থা আগে ভাল ছিল। ২০১৮-র জুন মাসের আগে অবস্থা ভালই ছিল। সেপ্টেম্বর মাস থেকে পরিস্থিতি বদলে গেছে। যাতে লক্ষ লক্ষ সাধারণ মানুষের পেনশন ও প্রভিডেন্ট ফান্ডের টাকা পাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দিয়েছে। মুখ্যমন্ত্রী এইসব সাধারণ মানুষকে ক্ষতির হাত থেকে বাঁচানোর আর্জি জানিয়েছেন।

সৌজন্যেঃ আজকাল

ফাইল ফটো