সাম্প্রতিক খবর

জুলাই ২৬, ২০১৯

নির্বাচনী সংশোধন এবং নির্বাচনী তহবিল দাবি করে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

নির্বাচনী সংশোধন এবং নির্বাচনী তহবিল দাবি করে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

নির্বাচনী সংশোধন এবং নির্বাচনী তহবিল দাবি করে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই চিঠিতে তিনি তৃণমূলের ২০১৪ সালের এবং ২০১৯ সালের নির্বাচনী ইস্তেহারের একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। দেশে নির্বাচনী দুর্নীতি ও অপরাধ কমাতে তিনি নির্বাচনী বিধি সংশোধনের দাবি জানান।

সম্প্রতি প্রকাশিত ‘পোল এক্সপেন্ডিচার দি ২০১৯ ইলেকশন্স অফ দি সেন্টার ফর মিডিয়া স্টাডিস’ রিপোর্ট প্রমাণ করেছে ২০১৯ সালের লোকসভা নির্বাচন এখন পর্যন্ত সর্বকালের সবথেকে ব্যয়বহুল নির্বাচন। ২০১৪র নিরিখে প্রায় দ্বিগুণ খরচ হয়েছে এবারের নির্বাচনে। রিপোর্টে বলা হয়েছে এই নির্বাচনে সর্বনিম্ন খরচের পরিমাণ ৬০ হাজার কোটি টাকা এবং সর্বোচ্চ পরিমাণ এখনও অজানা। এই দুর্নীতিকে তিনি ‘মাদার অফ অল কোরাপশন’ বলে চিহ্নিত করেন। এই সর্বনিম্ন খরচের পরিমাণও ২০১৬ সালের মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ও কংগ্রেসিয়াল নির্বাচনের ব্যয়ের পরিমাণের প্রায় দেড় গুণ। আমাদের মত উন্নয়নশীল দেশে নির্বাচনের খরচ বিশ্বের মধ্যে সর্বোচ্চ।

এই হিসেব ধরে চললে আগামী ২০২৪ সালের লোকসভা নির্বাচনে খরচ হতে চলেছে ১ লক্ষ কোটি টাকার বেশী। বিশ্বের অন্যান্য ৬৫টি দেশের মত এদেশেও সরকারী নির্বাচনী তহবিলের মাধ্যমে নির্বাচনের দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি প্রধানমন্ত্রীকে আর্জি জানান সর্বদলীয় বৈঠক ডাকার এবং যে বৈঠকের একটিই কর্মসূচী হবে – ভারতের নির্বাচন সরকারি টাকায় করার।