সেপ্টেম্বর ৫, ২০১৮
মংপুতে বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী

ফের পাহাড় সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল ৩ সেপ্টেম্বর দার্জিলিংয়ে পৌঁছেছেন তিনি। তাঁর সফরের অন্যতম গুরুত্বপুর্ণ কর্মসূচি হল মংপুতে সিঙ্কোনা প্ল্যান্টেশনের ২৫ একর জমিতে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস।
সম্প্রতি রাজ্য সরকার বাংলায় আরও কয়েকটি বিশ্বিবদ্যালয় স্থাপনের ঘোষণা করেছেন। তার মধ্যে একটি হল মংপুতে গ্ৰীনফিল্ড বিশ্ববিদ্যালয়।
জিটিএ চুক্তি অনুযায়ী পাহাড়ে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হওয়ার কথা ছিল। কিন্তু কেন্দ্র তা এখনও না-করায় পাহাড়ে ক্ষোভ ছিলই। কেন্দ্র না-করলেও রাজ্য সরকারের তরফে বিশ্ববিদ্যালয় গড়ার উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী।
ইতিমধ্যেই, কার্শিয়াঙের ডাউ হিলে এডুকেশন হাব গড়ছে রাজ্য সরকার। এখানেই গড়ে উঠবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের হিমালয়ান সেন্টার। রবীন্দ্রনাথের স্মৃতিধন্য মংপুতে বিশ্ববিদ্যালয় হওয়ার ফলে পাহাড়ের শিক্ষা মানচিত্র এক নতুন মাত্রা পেল।