ফেব্রুয়ারি ২৬, ২০১৯
পর্যটকদের জন্য হাউসবোটের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারকেশ্বরের সভা থেকে পর্যটকদের জন্য দুটি হাউসবোটের উদ্বোধন করলেন।
দুটি হাউসবোটের নাম দেওয়া হয়েছে গঙ্গাশ্রী এবং জলশ্রী। এই হাউসবোটগুলি চলবে কলকাতায় হুগলী নদীতে। এই হাউসবোটগুলির রঙ সবুজ এবং কেবিনের রঙ কমলা।
এটি রাজ্য পর্যটন দপ্তরের একটি প্রকল্প। কিছুদিন আগে পর্যন্ত এটি পরিকল্পনার পর্যায় ছিল, এবার মুখ্যমন্ত্রী এই পরিষেবার উদ্বোধনও করলেন।
ফাইল চিত্র