সাম্প্রতিক খবর

অগাস্ট ১৫, ২০১৮

স্বাধীনতা দিবস উপলক্ষে পুলিশকর্মীদের পুরস্কৃত করলেন বাংলার মুখ্যমন্ত্রী

স্বাধীনতা দিবস উপলক্ষে পুলিশকর্মীদের পুরস্কৃত করলেন বাংলার মুখ্যমন্ত্রী

রাজ্য সরকারের উদ্যোগে সাড়ম্বরে পালিত হল ৭২তম স্বাধীনতা দিবস। কলকাতার রেড রোডে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ। অসাধারণ কৃতিত্বের জন্য পুলিশকর্মীদের পুরস্কৃত করেন বাংলার মুখ্যমন্ত্রী।

স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণ করেন পুলিশকর্মী, স্কুলপড়ুয়া থেকে শুরু সাংস্কৃতিক ও ক্রীড়া জগতের নানা মানুষ। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের ট্যাবোলোও ছিল অনুষ্ঠানের আকর্ষণ। সরকারের বিভিন্ন প্রকল্প তুলে ধরা হয় ট্যাবলোর মাধ্যমে, যেমন সেফ ড্রাইভ সেভ লাইফ, কন্যাশ্রী, সবুজশ্রী, সবুজসাথী, খাদ্যসাথী, রূপশ্রী।

পুলিশ মেডেল প্রাপকদের তালিকা:

রাজ্য পুলিশের ডিজি, শ্রী বীরেন্দ্র (আইপিএস)

এসিপি ২, শ্রী জাভেদ শামিম (আইপিএস)

ডিরেক্টর, সুরক্ষা, অজয় কুমার নন্দ (আইপিএস)

হাওড়া গ্রামীণ পুলিশ জেলার এসপি, গৌরব শর্মা

ডিসি ডিডি ২, নীলু শেরপা চক্রবর্তী

কালিয়াচক থানার আইসি, সুমন চট্টোপাধ্যায়

কে কে দ্বিবেদী (স্পেশাল সিকিউরিটি ইউনিট, কলকাতা পুলিশ)

শ্রী গোস্বামী (স্পেশাল সিকিউরিটি ইউনিট, কলকাতা পুলিশ)