সাম্প্রতিক খবর

ফেব্রুয়ারি ১৩, ২০১৯

বাংলার আবাস যোজনা দেশে দ্বিতীয় স্থানে

বাংলার আবাস যোজনা দেশে দ্বিতীয় স্থানে

সরকারি আবাস যোজনায় গরীব মানুষের বাড়ি তৈরীতে বিজেপি শাসিত রাজ্যগুলিকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে বাংলা। দ্বিতীয় স্থানে উঠে এসেছে এই রাজ্য। বাংলায় এই প্রকল্পে গরীব মানুষের বাড়ি হয়েছে ১১ লক্ষ ২৪ হাজার ৮৪২টি।

এই প্রকল্প শুরুর আগে রাজ্যজুড়ে আর্থ-সামাজিক সমীক্ষা হয়। সেই সমীক্ষায় দেখা গিয়েছে, ৩,৯২০টি পরিবারের কোনও গৃহ নেই। তাঁরা একেবারে গৃহহীন। প্রথমে তাঁদের বাড়ি তৈরী করে দেওয়ার কর্মসূচী নেওয়া হয়। ইতিমধ্যেই তাঁদের বাড়ি বানিয়ে দেওয়া হয়েছে।

সমীক্ষায় দেখা গিয়েছে, রাজ্যে ৩৩ লক্ষ মানুষের কাঁচাবাড়ি রয়েছে। তাঁদের পাকা বাড়ি করে দেওয়ার লক্ষ্যমাত্রা ধার্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর জন্য পঞ্চায়েত দপ্তরে বিশেষ সেল তৈরী হয়। সেই সেলের উদ্যোগে এই হতদরিদ্র মানুষদের জন্য বাড়ি তৈরীর পরিকল্পনা করা হয়। সেই মতো ১১ লক্ষ ২৪ হাজার ৮৪২টি বাড়ি তৈরী হয়েছে।

বর্তমান আর্থিক বছরে বাড়ি তৈরীর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ লক্ষ ৮৬ হাজার। তার মধ্যে এপর্যন্ত ৩ লক্ষ ১৩ হাজার ৯২৭টি বাড়ি তৈরী হয়ে গিয়েছে। ৩১ মার্চের মধ্যে সেই লক্ষ্যমাত্রাকে স্পর্শ করতে উদ্যোগী রাজ্য সরকার।

সৌজন্যেঃ বর্তমান

ফাইল ফটো