অক্টোবর ২৩, ২০১৯
ইঞ্জিনিয়ারদের চাকরির ক্ষেত্রে ‘এগিয়ে বাংলা’

সদ্য পাশ করা ইঞ্জিনিয়ার এবং প্রযুক্তিবীদদের চাকরি পাওয়ার নিরিখে স্বস্তির চিত্র পশ্চিমবঙ্গে। দেশের ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানগুলির নিয়ামক সংস্থা অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন বা এআইসিটিই-র সাম্প্রতিক তথ্য তেমনই ইঙ্গিত দিচ্ছে। বিভিন্ন রাজ্যে যেখানে বছর বছর চাকরি পাওয়া ইঞ্জিনিয়ারদের সংখ্যা কমছে, সে জায়গায় এই সংখ্যার হিসাবেও এগিয়ে বাংলা। গত তিন বছরের মধ্যে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে সবচেয়ে বেশী পড়ুয়ার হাতে চাকরি তুলে দেওয়া গিয়েছে।
পড়ুয়াদের চাকরি পাওয়ার নিরিখে বিজেপি শাসিত গুজরাটকে এ বার পিছনে ফেলে দিয়েছে পশ্চিমবঙ্গ। এ রাজ্যে গত শিক্ষাবর্ষে ২৭,৬৭৫ জন পড়ুয়ার হাতে চাকরি তুলে দেওয়া গিয়েছে। গড়ে ৫০-৫২ হাজার ছাত্রছাত্রী রাজ্যে প্রতি বছর ইঞ্জিনিয়ারিং পড়তে আসে। গুজরাটে যেখানে ফি বছর ৯০ হাজার থেকে ১ লক্ষ ছাত্রছাত্রী ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য টেকনিক্যাল কোর্সে পড়াশোনা করেন, গত শিক্ষাবর্ষে সে জায়গায় ২৪,৬৩৬ জন চাকরি পেয়েছে। বড় রাজ্যগুলিতে কর্ম সংস্থান কমলেও পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, দিল্লি, হরিয়ানার মতো রাজ্যে চাকরির হিসাব ঊর্ধ্বমুখী।
এই সাফল্যের অন্যতম কারণ হিসেবে মনে করা হচ্ছে রাজ্যে এই তিন বছরে বিনিয়োগের অঙ্ক যেমন বেড়েছে, তেমনই শিক্ষাক্ষেত্রে সাধারণ ভাবে স্বচ্ছতা এসেছে। তাছাড়াও কারণ হিসেবে উঠে এসেছে, পশ্চিমবঙ্গে ইঞ্জিনিয়ারিং শিক্ষাপ্রতিষ্ঠানগুলি বাকি রাজ্যের তুলনায় নতুন অথবা নতুন করে তৈরী হচ্ছে। ফলে এখানে কর্মসংস্থান বৃদ্ধির হারও বেশী থাকার কথা।
গত কয়েক বছরে সময়োপযোগী পাঠ্যক্রমের পাশাপাশি মান বজায় রাখতে নানা মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে। ছাত্রছাত্রীদেরও শিল্প সংস্থাগুলির চাহিদা অনুযায়ী তৈরী করে দেওয়া হচ্ছে। বিভিন্ন বণিক সভা ও সংগঠনের সঙ্গে যৌথ কর্মসূচী নেওয়া হচ্ছে।
সৌজন্যেঃ এই সময়