সেপ্টেম্বর ১৪, ২০১৯
দিদির আমলে কৃষিতে সাফল্য

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগে তৃণমূল কংগ্রেস সরকারের একগুচ্ছ উদ্যোগের ফলে বিভিন্ন ক্ষেত্রে বাংলা এগিয়ে চলেছে। দেশের মধ্যে দৃষ্টান্ত সৃষ্টি করেছে বহু ক্ষেত্রে। সবথেকে বেশী সাফল্য পেয়েছে বাংলা কৃষিক্ষেত্রে।
গত আট বছরে রাজ্যের ৭২ লক্ষ ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের প্রভূত উন্নতি হয়েছে।
দেখে নেওয়া যাক কিছু সাফল্যের নজিরঃ
- রাজ্যে কৃষকদের আয় বেড়েছে তিনগুণেরও বেশী। ২০১১ পর্যন্ত কৃষকদের গড় আয় ছিল ৯১ হাজার টাকা যা ২০১৮ সালে বেড়ে হয়েছে ২.৯লক্ষ টাকা
- কৃষি জমির খাজনা ও কৃষিজমি হস্তান্তরের ক্ষেত্রে মিউটেশন ফি মুকুব করা হয়েছে। এছাড়া, কৃষিজমির মিউটেশন সম্পূর্ণ অনলাইন করা হয়েছে
- ৬৯লক্ষ কৃষককে কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া হয়েছে
- ‘বাংলা ফসল বীমা যোজনা’র মাধ্যমে কৃষকদের শস্য বীমার প্রিমিয়াম রাজ্য সরকার প্রদান করে
- বার্ধক্য ভাতার পরিমাণ বাড়িয়ে ১ হাজার টাকা করা হয়েছে। পাশাপাশি ভাতা প্রাপকের সংখ্যা বাড়িয়ে ১ লক্ষ করা হয়েছে
- রাজ্য কৃষিক্ষেত্রে অভূতপূর্ব সাফল্যের জন্য কেন্দ্রীয় সরকারের কৃষি কর্মন পুরস্কার পেয়েছে পরপর পাঁচ বছর
- ২০১০-১১ সালে রাজ্যে খাদ্যশস্য উৎপাদিত হত ১৪৮.১ লক্ষ মেট্রিক টন, যা ২০১৭-১৮ সালে বেড়ে হয়েছে ১৭৯.৯ লক্ষ মেট্রিক টন
- ২০১০-১১ সালে রাজ্যে ধান উৎপাদিত হত ১৩৩.৯ লক্ষ মেট্রিক টন, যা ২০১৭-১৮ সালে বেড়ে হয়েছে ১৫৮.৯ লক্ষ মেট্রিক টন
- ২০১০-১১ সালে রাজ্যে ভুট্টা উৎপাদিত হত ৩.৫ লক্ষ মেট্রিক টন, যা ২০১৭-১৮ সালে বেড়ে হয়েছে ১৩.৩ লক্ষ মেট্রিক টন
- ২০১০-১১ সালে রাজ্যে ডাল উৎপাদিত হত ১.৭৭ লক্ষ মেট্রিক টন, যা ২০১৭-১৮ সালে বেড়ে হয়েছে ৪.৪ লক্ষ মেট্রিক টন
- ২০১০-১১ সালে রাজ্যে তৈলবীজ উৎপাদিত হত ৭ লক্ষ মেট্রিক টন, যা ২০১৭-১৮ সালে বেড়ে হয়েছে ১০.৫ লক্ষ মেট্রিক টন
- কৃষক বন্ধুঃ ছোট ও প্রান্তিক চাষীদের যাদের এক একর জমি আছে তারা প্রতি বছর একর পিছু দুবারে মোট ৫ হাজার টাকা পাবে সরকারের তরফে। যাদের জমির পরিমাণ এক একরের কম, তাদের দুবারে মোট ২ হাজার টাকা দেওয়া হবে। এই প্রকল্পের আওতাভুক্ত কেউ মারা গেলে এককালীন ২ লক্ষ টাকা অর্থনৈতিক অনুদান পাবে সরকারের তরফে
- জাতীয় দুর্যোগের ফলে ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় ৫৮.৫১ লক্ষ কৃষককে কৃষি ইনপুটে ২৩৭২.৫৬ কোটি টাকার ভর্তুকি প্রদান করা হয়েছে
- ট্র্যাক্টর, পাওয়ার টিলার, পাম্প সেট ও অন্যান্য কৃষি সামগ্রী ৩.৭ লক্ষ কৃষককে বিতরণ করা হয়েছে
- ট্যাবলেট কম্পিউটার এবং একটি পোর্টালের মাধ্যমে মাটির কথা প্রকল্প শুরু করা হয়েছে কৃষি সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করতে
- ৫৩.৪৬ লক্ষ সয়েল হেলথ কার্ড বিতরণ করা হয়েছে এবং সঙ্গে বিভিন্ন ফসলের উৎপাদনের ক্ষেত্রে কিছু নির্দেশ দেওয়া হয়েছে