Latest News

February 24, 2016

Another first for Bengal: Free mobiles to panchayats to track developmental work

Another first for Bengal: Free mobiles to panchayats to track developmental work

In another first, West Bengal has become the first State to give out free smartphones to the panchayats in order to keep track of the developmental work being carried out in the villages. The village-level developmental work is overseen by the panchayats. The mobile phones would be equipped with GPS technology.

Chief Minister Mamata Banerjee has always believed in developing West Bengal right from the grassroots level. Over the last five years, this has led to the development of the State on a scale never seen before. The State has surged ahead in so many ways, and is now one of the best-performing States in India.

The distribution work is slated to start soon. The West Bengal Government has allotted Rs 1.65 crore for the project. The mobile phones to be given out cost Rs 5,000 each.

Out of the 3300 gram panchayats in the State, about 1,000, spread across seven districts, have been selected for the first phase of the project.

 

গ্রামীণ অগ্রগতির জন্য বিনামূল্যে পঞ্চায়েতকে মোবাইল দেবে রাজ্য সরকার

গ্রাম পঞ্চায়েতের তদারকিতে গ্রামোন্নয়নের কাজ কেমন হচ্ছে তা জানার জন্য নিখরচায় সব পঞ্চায়েতকে জিপিএস সমন্বিত স্মার্ট মোবাইল ফোন দেবে রাজ্য সরকার। দেশের মধ্যে পশ্চিমবঙ্গেই প্রথম এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এর জন্য মোটা অঙ্কের অর্থ বরাদ্দ করেছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গকে মডেল করে দেশের সব পঞ্চায়েত এমন উদ্যোগ নিতে পারে।

এক একটি মোবাইল ফোনের দাম গড়ে ৫ হাজার টাকা। এর জন্য মোট বরাদ্দ খরচ প্রায় ১ কোটি ৬৫ লক্ষ টাকা।

রাজ্যে মোট গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ৩,৩০০টি। বিশ্বব্যাংকের উদ্যোগে প্রথম দফায় রাজ্যের সাতটি জেলার অন্তত এক হাজার গ্রামকে এই কাজের জন্য বেছে নেওয়া হয়েছে। জুন মাসের মধ্যেই এই ফোন বিলি করার কাজ সম্পূর্ণ হবে।