সাম্প্রতিক খবর

ফেব্রুয়ারি ২০, ২০১৯

বাংলার মুকুটে নতুন পালক - 'সবুজ সাথী' প্রকল্পকে ‘চ্যাম্পিয়ন প্রজেক্ট’ ঘোষণা করল রাষ্ট্রসঙ্ঘ

বাংলার মুকুটে নতুন পালক - 'সবুজ সাথী' প্রকল্পকে ‘চ্যাম্পিয়ন প্রজেক্ট’ ঘোষণা করল রাষ্ট্রসঙ্ঘ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় চালু হওয়া প্রকল্প ‘সবুজ সাথী’ এখন বিশ্ব বন্দিত। রাষ্ট্রসংঘের সংস্থা আইটিইউ আয়োজিত ডব্লুএসআইএস পুরস্কারে বাংলার এই প্রকল্পকে ‘চ্যাম্পিয়ন প্রজেক্ট’ ঘোষণা করা হয়েছে।

এই প্রকল্পে রাজ্য সরকার পরিচালিত সমস্ত স্কুলে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের বিনামূল্যে সাইকেল বিতরন করা হয়। এখন পর্যন্ত এই প্রকল্পে মোট ৭০ লক্ষ সাইকেল বিতরণ করা হয়েছে এবং আগামী শিক্ষাবর্ষ শুরুর আগেই এই সংখ্যা ১ কোটি ছুঁয়ে যাবে।

‘ই-গভর্ন্যান্স’ বিভাগে ১১৪০টি প্রকল্পের মধ্যে থেকে সেরা পাঁচটিতে বাংলার এই প্রকল্প জায়গা করে নেয়। ২০ লক্ষেরও বেশী ভোট জমা পড়ে।

আগামী ৯ই এপ্রিল জেনেভায় আইটিইউ এর সদর দপ্তরে একটি আনুষ্ঠানিকভাবে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

ফাইল চিত্র