Latest News

April 3, 2017

Always cross-check information you see on social media: Mamata Banerjee

Always cross-check information you see on social media: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today strongly condemned the politics of riots and communal violence at a public meeting in Kharagpur. She said that Bengal will never tolerate politics of hate.

“I believe in equality of all religions. Just like I participate in Durga Puja, I participate in Eid and Christmas also. I was born in a Hindu family. I do not need lectures in Hinduism from people who use religion for politics,” she said.

She also said that she will pray to Maa Durga to teach a lesson to the Ravans who are harassing people. She said a mother never discriminates between her children.

Referring to rumours of a ban on Mangal Aaroti at Dakkhineshwar temple, the CM said: “One Union Minister posted on FB that we have banned Mangal Aaroti at Dakkhineshwar. How can an Union Minister spread misleading information? What country are we living in? I pray to Maa Bhabotarini to give them (BJP) some good sense. We never indulge in politics over Maa Kali.”

She asked people to always cross-check the information you see on social media. “Do not believe in rumours,” the CM advised.

 

 

সোশ্যাল মিডিয়ায় কোনও খবর পড়লে সর্বদা তা যাচাই করে নেবেনঃ মমতা বন্দ্যোপাধ্যায়

 

প্রতিহিংসার রাজনীতি ও সাম্প্রদায়িক দাঙ্গার বিরুদ্ধে আজ আরও একবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খড়গপুরের একটি জনসভায় তিনি বলেন বাংলা কোন রকম হিংসার রাজনীতি বরদাস্ত করবে না।  

“আমি বিশ্বাস করি সব ধর্ম এক। আমি যেমন দুর্গা পুজোয় যাই, তেমনই ঈদ ও ক্রিসমাসেও অংশগ্রহণ করি। আমি হিন্দু পরিবারে জন্মেছি। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের কাছে আমি হিন্দু ধর্মের পাঠ চাইনা”, বলেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন তিনি মা দুর্গার কাছে প্রার্থনা করেন, যে সব রাবণ মানুষকে হয়রান করছে তাদের যেন তিনি শিক্ষা দেন।

দক্ষিণেশ্বরে মা কালীর আরতি বন্ধ হওয়ার গুজব প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলে, “একজন কেন্দ্রীয় মন্ত্রী গুজব রটিয়েছেন আমরা নাকি দক্ষিণেশ্বরে মঙ্গল আরতি বন্ধ করে দিয়েছি।  একজন কেন্দ্রীয় মন্ত্রী কিভাবে এরকম গুজব রটাতে পারেন? আমরা এ কোন দেশে বাস করছি? মা ভবতারিণী ওদের সুমতি দিন। মা কালী কে নিয়ে আমরা রাজনীতি করি না”।

তিনি আরও বলেন, “সোশ্যাল মিডিয়াতে কোনো খবর পড়লে আগে যাচাই করে নেবেন। গুজবে কান দেবেন না”।