নভেম্বর ২১, ২০১৯
সর্বদলীয় বৈঠক ডাকা হোকঃ বিলগ্নীকরণ প্রসঙ্গে দিদি

আজ মুর্শিদাবাদে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিলগ্নীকরণের পাশাপাশি যথাযথ পরিকাঠামো ছাড়া ক্যাশলেস অর্থনীতি করতে যাওয়ার ফলে দেশের অর্থনীতি যে মুখ থুবড়ে পড়েছে, তার বিরুদ্ধেও সোচ্চার হন তিনি।
তাঁর বক্তব্যের ১০টি গুরুত্বপূর্ণ অংশঃ
ভারতে ক্যাশলেস সোসাইটি চলে না
নোটবন্দী করে দেওয়ার পরে ডিজিটাল করছে, এতে আমার আপত্তি নেই
লোকের কাছে কোনও টাকা নেই, কেনাকাটা কমে গেছে। টাকা না থাকলে শিল্প, কৃষি কিভাবে চলবে?
অতএব একটা সমস্যা চলছে, শুধু বিলগ্নীকরণ করলে এই সমস্যার সমাধান হবে না। আগেও ৪৫ টি সংস্থা বিলগ্নীকরণ করেছে, ১ টা বিলগ্নীকরণ করে বলছে ১ লক্ষ ৮০ হাজার কোটি টাকা পাওয়া যাবে
ভারত পেট্রোলিয়াম তুলে দেওয়া হচ্ছে
দেশের পক্ষে বারবার বিলগ্নীকরণ করা ঠিক নয়, এভাবে বিপর্যয় নেমে আসবে। আস্তে আস্তে যদি দেশটাই বিলগ্নীকরণ হয়ে যায় তাই বিলগ্নীকরণ কোন স্থায়ী সমাধান নয়
কতগুলো সেক্টর আছে সেখানে বিলগ্নীকরণ করলে নিরাপত্তার সমস্যা হতে পারে যেমন – ডিফেন্স, এয়ার ইন্ডিয়া, ইন্ডিয়ান রেলওয়ে
কথা বলে সমস্যার সমাধান করতে হবে
সব বিক্রী করে দিলে কেন্দ্রের হাতে কি থাকবে? তাই এই বিষয়টি সিরিয়াস ভাবে ভাবা দরকার, এতি একটি গম্ভীর পরিস্থিতি
বিশেষজ্ঞদের সাথে কথা বলুন প্রধানমন্ত্রী, সর্বদল বৈঠক ডাকা হোক