অগাস্ট ২৬, ২০১৯
আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের অঞ্চলে উন্নত কঠিন বর্জ্য ব্যবস্থাপনার উদ্বোধন হল

রাজ্য নগরোন্নয়ন এবং পুর বিষয়ক মন্ত্রী আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের অঞ্চলে উন্নত কঠিন বর্জ্য ব্যবস্থাপনার উদ্বোধন করেন।
রবীন্দ্র ভবনে এই উদ্বোধন করে মন্ত্রী বলেন, জমির দাম খুব বেশী হওয়ার জন্য কোনও ট্রেঞ্চিং গ্রাউন্ড কেনা সম্ভব না যেখানে পুরসভা তাদের বর্জ্য ফেলবে। কম্প্যাক্টর বসিয়েও এই সমস্যার সমাধান সম্ভব না।
একমাত্র উপায় উৎসতেই বর্জ্য পৃথক করা। প্রতি গৃহস্থালিতে দুটি করে ময়লা ফেলার জায়গা থাকা উচিৎ। একটিতে থাকবে শুকনো বর্জ্য অন্যটিতে বাকি বর্জ্য। এই নতুন ব্যবস্থার জন্য প্রচার শুরু করা হয়েছে।