Latest News

September 23, 2016

Advantage Bengal at Incredible India Tourism Investors’ Summit 2016

Advantage Bengal at Incredible India Tourism Investors’ Summit 2016

Bengal has given a very good account of itself at the Incredible India Tourism Investors’ Summit 2016, held in New Delhi. The summit was held with the aim of attracting more investment into the tourism sector, involve MSMEs in the tourism sector, improve core infrastructure for tourism and encourage and start-ups to facilitate tourism.

According to the Union Ministry of Tourism, as of 2015, Bengal is ranked 5th in terms of foreign tourist arrivals and 8th in terms of domestic tourist arrivals. There has been a steady improvement on both the fronts since the Trinamool Congress Government came to power in 2011.

The Trinamool Government has made tourism into one of its main focus sectors to improve the economy of the State; and the rewards are there for everyone to see.

For 2015-16, the budget for the Tourism Department was Rs 257 crore. For 2016-17, budget for the department has been increased to Rs 295 crore.

The results were obvious. In 2015, a total of 71.6 million tourists visited Bengal. About 2,200 rooms were made available for tourists in 2015-16. The room occupancy rate in Kolkata during the same period was an impressive 67%.

As per plans of the State Government, by 2020, 10,000 rooms would be made available for tourists.

This improvement in the tourism climate of the State has been the result of the impressive economic and infrastructural growths in recent years.

The unprecedented increase in State Plan Expenditure and Capital Expenditure has resulted in phenomenal increase in the State GSDP (gross state domestic product). At current prices, the State GSDP in 2010-11 was Rs 4,60,959 crore which has doubled in 2015-16 to Rs 9,20,083 crore, one of the highest in India. The per capita income, as of 2014-15, was Rs 78,903.

Kolkata and most big places in Bengal has excellent railway and road connectivity to the rest of India. As for air connectivity, Kolkata has excellent connectivity to the rest of India as well as internationally, with new destinations and flights being added constantly. Many smaller places in Bengal are being gradually connected to the grid.

Thus, with such facilities, there is no doubt that the State is gradually becoming one of the best tourism destinations in India.

 

দিল্লিতে বাংলার পর্যটনকে তুলে ধরল রাজ্য সরকার

Incredible India Tourism Investors’ Summit 2016 অনুষ্ঠিত হয়েছিল দিল্লিতে। সেখানে বাংলা পর্যটনের বিকাশের জন্য নিজেদের অবস্থা খুব ভালোভাবে তুলে ধরেছে। পর্যটন কেন্দ্রে আরও বিনিয়োগ, পর্যটনকে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে যুক্ত করা, পর্যটনের পরিকাঠামোকে আরও উন্নত করার জন্য এই সামিটের আয়োজন করা হয়েছিল।

পর্যটন মন্ত্রণালয়ের মতে, ২০১৫ সালে বিদেশী পর্যটক আগমনের ক্ষেত্রে বাংলার স্থান ছিল পঞ্চম এবং দেশি পর্যটক আগমনের ক্ষেত্রে এই স্থান ছিল অষ্টম। ২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর উভয় ক্ষেত্রেই অভূতপূর্ব উন্নতি হয়েছে।

রাজ্যের অর্থ দপ্তরের উন্নতির সঙ্গে সঙ্গে পর্যটন দপ্তরের উন্নতিও তৃণমূল সরকারের মূল লক্ষ্য ছিল এবং তা  লক্ষ্যনীয়।

২০১৫-১৬ বাজেটে পর্যটন দপ্তরের বরাদ্দ অর্থের পরিমাণ ছিল ২৫৭ কোটি, ২০১৬-১৭ তে এই দপ্তরের বরাদ্দ অর্থের পরিমাণ বেড়ে হয়েছে ২৯৫ কোটি।

পরিবর্তন লক্ষ্যনীয়। ২০১৫ সালে ৭১.৬ মিলিয়ন পর্যটক এসেছে বাংলায়। ২০১৫-১৬ সালে পর্যটকদের থাকার জন্য প্রায় ২,২০০ টি ঘর তৈরি করা হয়েছিল।

রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী ২০২০ সালের মধ্যে পর্যটকদের জন্য ১০,০০০ ঘর তৈরি হয়ে যাবে।

রাজ্যের পরিকল্পনা ব্যয় এবং মূলধনী ব্যয় অভূতপূর্বভাবে বৃদ্ধি পেয়েছে। ২০১০-১১ সালে রাজ্যের GSDP ছিল ৪,৬০,৯৫৯ কোটি টাকা। ২০১৫-১৬ সালে এই হার হয়েছে ৯,২০,০৮৩ কোটি (প্রায় দ্বিগুন) যা ভারতের মধ্যে সর্বোচ্চ। ২০১৪-১৫ সালে রাজ্যের মাথাপিছু আয় ছিল ৭৮,৯০৩ কোটি টাকা।

সমগ্র ভারতের মধ্যে কলকাতা এবং বাংলার অধিকাংশ জায়গায় সড়ক ও রেলপথ যোগাযোগ ব্যবস্থা খুব উন্নত। কলকাতা থেকে ভারতের অন্যান্য জায়গায় বিমান পরিষেবাও খুব ভাল। বাংলার অনেক ছোট জায়গাকেও ধীরে ধীরে এই গ্রিডের সঙ্গে সংযুক্ত করা হচ্ছে।

সুতরাং, এইসব পরিষেবার সঙ্গে বাংলা যে এখন ভারতের শ্রেষ্ঠ পর্যটন গন্তব্যস্থলগুলির মধ্যে একটি সে ব্যাপারে কোন সন্দেহ নেই।