October 5, 2017
Achievements in finance during the last six years

Following are the major achievements in finance during the rule of the Trinamool Congress, from 2011 to 2016 (not in any order of preference):
Debt: Annual debt contained within 3% of GSDP – debt is to GSDP ratio declined consistently in last 6 years
Tax revenue: Gross collection of state’s own tax revenue has more than doubled from Rs 21,128 crore during 2010-11 to Rs 45,646 crore during 2016-17
Expenditure: Total state plan expenditure increased 3.5 times from Rs 14,615 crore during 2010-11 to Rs 49,606 crore during 2016-17, capital expenditure increased 5.5 times from Rs 2,225 crore during 2010-11 to Rs 12,028 crore during 2016-17, expenditure on social Infrastructure increased more than 3.5 times from Rs 6,845 crore during 2010-11 to Rs 25,120 crore during 2016-17, expenditure in agri and agri-allied sectors have increased more than six times from Rs 3,029 crore during 2010-11 to Rs 18,326 crore during 2016-17, expenditure on physical infrastructure increased more than 3.5 times from Rs 1,758 crore during 2010-11 to Rs 6,159 crore during 2016-17
Fiscal management: Integrated Financial Management System (IFMS), a web-based application for better financial and fiscal management of State Government, implemented. IFMS awarded Award of Excellence at the Computer Society of India-Nihilent e-Governance Awards 2015
DBT: Bengal is the first state to integrate its treasuries directly with the e-Kuber portal of the Reserve Bank of India (RBI) to make direct online payments to beneficiaries (DBT)
GRIPS: Bengal Government implemented Government Receipts Portal System (GRIPS) – a portal for facilitating citizens to deposit online tax and non-tax revenues/fees of the government
Pension: Introduced e-pension system for convenient online application, processing and timely payment of gratuity and pension
Tenders: E-tendering made mandatory for tenders over Rs 5 lakh in all government departments, local bodies and all parastatal organisations
Online registration of properties: Implemented e-Nathikaran to make the process of registration of properties in all registered offices fully computerised, and wbregistration.gov.in for registration-related services and information for citizens
Commercial tax: Universal computerisation of the commercial tax system including professional tax during 2011-12
Awards for commercial tax governance: E-governance in Commercial Tax Directorate has got nine national awards and appreciations including National e-Governance Award, Golden Peacock Award, National Silver Award and Skoch Award, and appreciation by the Confederation of Indian Industries (CII)
Environment for business made better: Payments of tax and refunds made online since 2015-16, threshold for registration increased from Rs 5 lakh to 20 lakh to provide relief to small traders, ‘risk-based selection’ introduced to reduce the number of assessments to protect tax-payers from undue harassment, TDS collection increased four times, from Rs 335.34 crore during 2011-12 to Rs 1,235.58 crore during 2016-17
Excise revenue: Collection of excise revenue has increased three-fold, from Rs 1,769 crore during 2010-11 to Rs 5,199 crore during 2016-17
Excise e-governance: Started a comprehensive e-governance system for excise named e-Abgari
গত ৬ বছরে অর্থ দপ্তরের সাফল্য
ঋণ পরিচালন
বার্ষিক ঋণ রাজ্যের মোট অভ্যন্তরীণ উৎপাদনের ৩ শতাংশে সীমাবদ্ধ থেকেছে। গত ৬ বছরে ঋণ এবং রাজ্যের মোট অভ্যন্তরীণ উৎপাদনের অনুপাত নিরবিচ্ছিন্নভাবে হ্রাস পেয়েছে।
রাজ্যের নিজস্ব কর আদায়
রাজ্যের নিজস্ব কর রাজস্বের মোট আদায় দ্বিগুনেরও বেশি হয়েছে। ২০১০-১১ সালে যা ছিল ২১,১২৮ কোটি টাকা , ২০১৬-১৭ তে তা বেড়ে দাঁড়িয়েছে ৪৫,৬৪৬ কোটি টাকা।
রাজ্য যোজনার মোট ব্যয় ৩.৫ গুণ বেড়েছে। ২০১০-১১ তে যা ছিল ১৪,৬১৫ কোটি টাকা, ২০১৬-১৭ তে তা বেড়ে দাঁড়িয়েছে ৪৯,৬০৬ কোটি টাকা।
মূলধনী ব্যয় বেড়েছে ৫.৫ গুণ। ২০১০-১১ তে যা ছিল ২,২২৫ কোটি টাকা ২০১৬-১৭ তে তা বেড়ে দাঁড়িয়েছে ১২,০২৮ কোটি টাকা।
সামাজিক পরিকাঠামো খাতে ব্যয় বেড়েছে ৩.৫ গুণ। ২০১০-১১ তে যা ছিল ৬,৮৪৫ কোটি টাকা ২০১৬-১৭ তে তা বেড়ে দাঁড়িয়েছে ২৫,১২০ কোটি টাকা।
কৃষি ও কৃষি সংশ্লিষ্ট খাতে ব্যয় বেড়েছে ৬ গুণেরও বেশি। ২০১০-১১ তে যা ছিল ৩,০২৯ কোটি টাকা ২০১৬-১৭ তে তা বেড়ে দাঁড়িয়েছে ১৮,৩২৬ কোটি টাকা।
বাহ্যিক পরিকাঠামো খাতে ব্যয় বেড়েছে ৩.৫ গুণ। ২০১০-১১ তে যা ছিল ১,৭৫৮ কোটি টাকা ২০১৬-১৭ তে তা বেড়ে দাঁড়িয়েছে ৬,১৫৯ কোটি টাকা।
অর্থ ব্যবস্থাপনা: রাজ্য সরকারের উন্নততর অর্থবিষয়ক ও আর্থিক ব্যবস্থার জন্য ওয়েব ভিত্তিক অ্যাপ্লিকেশন ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম প্রবর্তিত হয়েছে।
ডি বি টি (DBT): রিজার্ভ ব্যাঙ্কের পোর্টাল ই-কুবের এর সঙ্গে ট্রেজারিগুলোকে সরাসরি সমন্বিত করে সুবিধাপ্রাপকদের অনলাইনে আদায় দেওয়ার ব্যবস্থা করায় পশ্চিমবঙ্গ দেশের মধ্যে সর্বপ্রথম।
সরকারি প্রাপ্তি বিষয়ক পোর্টাল ব্যবস্থার প্রবর্তনঃ
কর ও কর বহির্ভূত রাজস্ব/সরকারি ফি অনলাইন জমা দেওয়ার ব্যবস্থা সমন্বিত পোর্টাল প্রবর্তিত হয়েছে। সরকারের প্রায় ৯০% রাজস্ব অনলাইনে জমা পড়েছে।
ই-পেনশনঃ
ই পেনশনের প্রবর্তন করে ৬ লক্ষেরও বেশি বিদ্যালয়, শিক্ষক এবং পঞ্চায়েত/পৌর সভার কর্মীদের সুবিধার জন্য অনলাইন দরখাস্ত গ্রহণ, দরখাস্ত প্রক্রিয়াকরণের ব্যবস্থা করা হয়েছে।
ই- টেন্ডারিং
২০১২ থেকে সমস্ত সরকারি দপ্তর, স্থানীয় শাসনমূলক সংস্থা ও আধা-সরকারি ধাঁচের সংস্থায় ৫ লক্ষ টাকার বেশি টেন্ডারের ক্ষেত্রে ই- টেন্ডারিং বাধ্যতামূলক করা হয়েছে।
নিবন্ধন অধিকারঃ
ই-নথিকরণ ব্যবস্থা রুপায়ণের মাধ্যমে সমস্ত রেজিস্ট্রেশন অফিসে সম্পত্তি নিবন্ধনের প্রক্রিয়া কম্পিউটারাইজড করা হয়েছে।নাগরিকদের নিবন্ধন সংক্রান্ত তথ্যাবলি অনলাইনে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে wbregistration.gov.in পোর্টালের মাধ্যমে।
বাণিজ্য কর অধিকারঃ
২০১১-১২ সালে বৃত্তিকর সহ বাণিজ্য কর ব্যবস্থা সর্বজনীন কম্পিউটার ব্যবস্থার প্রবর্তন করা হয়।
বাণিজ্য কর অধিকারে ই-গভর্ন্যান্স ব্যবস্থা ই-গভর্ন্যান্স পুরস্কার, স্বর্ণ ময়ূর পুরস্কার, জাতীয় রৌপ্য পুরস্কার, স্কচ পুরস্কার ও সিআইআই অ্যাসোসিয়েশন সহ ৯ টি জাতীয় পুরস্কার ও প্রশংসা অর্জন করেছে।
কর প্রশাসনের সংস্কারঃ
২০১৫-১৬ সাল থেকে কর প্রদান ও ফেরতলাভের ব্যবস্থা অনলাইন করা হয়েছে। ছোট ব্যবসায়ীদের সুবিধা দিতে নিবন্ধনের সীমাক্ষেত্র ৫ লক্ষ থেকে বাড়িয়ে ২০ লক্ষ করা হয়েছে। আধিকারিকদের স্বেচ্ছাধীন ক্ষমতা বলে কর নির্ধারণ ব্যবস্থার পরিবর্তে “ঝুঁকি ভিত্তিক বাছাই” ব্যবস্থার প্রবর্তন করা হয়েছে।
আবগারি অধিকারঃ
২০১০-১১ সালে সংগৃহীত আবগারি রাজস্বের পরিমাণ ছিল ১,৭৬৯ কোটি টাকা, যা ২০১৬-১৭ সালে তিন গুণ বৃদ্ধি পেয়ে ৫,১৯৯ কোটি টাকা হয়েছে।
ই-গভর্ন্যান্সঃ
ই-আবগারি নামে একটি সর্বাঙ্গীন ই-গভর্ন্যান্স ব্যবস্থা চালু করা হয়েছে।