April 27, 2017
A surge of development in Alipurduar

Bengal Chief Minister Mamata Banerjee today inaugurated and laid the foundation stones for a bouquet of projects in Alipurduar district.
The projects that were inaugurated include OPD of Falakata multi super speciality hospital, SNCU at Birpara State General Hospital, a gateway at Jaigaon, new administrative building of Falakata Police Station, Karma Tirthas, schools, roads, bridges, home stay, healthcare facilities.
She also laid the foundation of power sub-stations, administrative buildings, fire service stations, bus terminus at Jaigaon, schools, roads, eco-tourism projects among others.
The CM distributed benefits of various government schemes like Kanyashree, Yuvashree, Sabuj Sathi, Sabuj Shree, agricultural equipment and others.
আলিপুরদুয়ারে উন্নয়নের জোয়ার
আজ আলিপুরদুয়ার জেলায় একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ফলাকাটা মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালের বহির্বিভাগ, বীরপাড়া জেনারেল হাসপাতালে SNCU, জয়গাঁতে দ্বিতীয় ভুটান প্রবেশদ্বার, ফলাকাটা পুলিশ স্টেশনে নতুন প্রশাসনিক ভবন, কর্ম তীর্থ, স্কুল, রাস্তা, ব্রিজ, হোম স্টে, স্বাস্থ্য পরিষেবা সহ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন তিনি।
পাওয়ার সাব স্টেশন, প্রশাসনিক ভবন, ফায়ার স্টেশন, জয়গাঁতে বাস টার্মিনাস, স্কুল, রাস্তা, ইকো ট্যুরিজম প্রজেক্ট সহ বিভিন্ন প্রকল্পের শিলান্যাসও করলেন মুখ্যমন্ত্রী।
এছাড়া কন্যাশ্রী, যুবশ্রী, সবুজ সাথী, কৃষি যন্ত্রপাতি সহ বিভিন্ন সরকারী পরিষেবাও প্রদান করলেন মুখ্যমন্ত্রী।