অগাস্ট ১৭, ২০১৯
সরকারি বাসগুলির জন্য আরও ৯০টি যাত্রী প্রতীক্ষালয় তৈরী করবে রাজ্য

আগামী কয়েক মাসের মধ্যে রাজ্যে আরও ৯০টি যাত্রী প্রতীক্ষালয় তৈরী করবে রাজ্য সরকার। গতকাল নবান্ন থেকে মাউস ক্লিকের মাধ্যমে এই ৯০টি প্রতীক্ষার শিলান্যাস করা হয়।
প্রতিটি প্রতীক্ষালয়ে বেশ কয়েক জনের বসার ব্যবস্থা থাকবে। প্রতিটা চেয়ার হবে ক্রোম-প্লেটেড এবং দেওয়ালগুলিতে থাকবে বিভিন্ন চিত্রকলা।
প্রতীক্ষালয়গুলি তৈরী করতে কয়েক কোটি টাকা খরচ হবে।