June 26, 2014
মুখ্যমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়িত করার লক্ষ্যে বাজার-চাহিদা অনুযায়ী তৈরি হবে আইটিআই পাঠ্যক্রম
রাজ্যের প্রতিটি ব্লকে আইটিআই গড়ার যে পরিকল্পনা মুখ্যমন্ত্রী নিয়েছেন, তারই অঙ্গ হিসেবে এলাকা অনুযায়ী কী কী বিষয়ে প্রশিক্ষণ দিলে গ্রামীন যুবক–যুবতীরা কর্মসংস্থানের সুযোগ পাবেন, তা সমীক্ষা করেই এই আইটিআইগুলির কোর্স ঠিক করা হবে। মোট ১০টি ট্রেড পড়ানো হবে ওই আইটিআইগুলিতে।
রাজ্যের ৬টি জেলায় ৪২টি আইটিআই বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইন্সটিটিউট খুলবে রাজ্য সরকার। এরপর এখানে আইটিআই ভবনটি ও পড়ুয়াদের আবাসন তৈরি হবে। অনেকগুলি ব্লকেই জমি পাওয়ার কাজ চলছে,তা শেষ হলেই শুরু হবে আইটিআই গড়ার কাজ। জমি হাতে পাওয়ার এক বছরের মধ্যে আইটিআই গড়ার কাজ শেষ করা হবে। এরপরে এলাকার বাজার, চাহিদা ইত্যাদি সমীক্ষা করে ওই আইটিআইতে কোন কোন বিষয়গুলিকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হবে তা ঠিক করবে রাজ্যের কারিগরি ও শিল্প প্রশিক্ষণ দফতর।
যেমন, মেমারিতে অনেকগুলি চালকল রয়েছে। ফলে ফিটার, গ্রাইন্ডার, ওয়েল্ডার ইত্যাদি কাজে লোক দরকার। তাই ওই বিষয়গুলিকে মণ্ডলগ্রামের আইটিআইয়ের অর্ন্তভুক্ত করা হবে। জেলায় জেলায় চালু হওয়া এই আইটিআইগুলির কাজ হবে স্বনিযুক্তি প্রকল্পে যুবক–যুবতীদের সাহায্য করা, তাঁদের চাকরি পাওয়ার সুযোগ তৈরি করা ও তাঁদের ডিগ্রি দেওয়া। সাধারণ ভাবে অষ্টম শ্রেণি বা মাধ্যমিক পাশ পড়ুয়ারা ওই আইটিআইগুলিতে লেখাপড়ার সুযোগ পাবে।