February 15, 2014
কলকাতা পুলিশের নতুন উদ্যোগ `সুকন্যা`

কলকাতা পুলিশের উদ্যোগে এবার থেকে স্কুলে স্কুলেই ছাত্রীদের খালি হাতে আত্মরক্ষার আট রকম কৌশলের প্রশিক্ষণ দেওয়া হবে। কলকাতা পুলিশের এই উদ্যোগের নাম `সুকন্যা`। থাকবে ক্যারাটে, জুডো, তাইকোন্ড, উশু-রমতো কৌশল। গত বছর মার্চে কলকাতা পুলিশ এই নিয়ে প্রস্তাব পাঠায়। সম্প্রতি রাজ্যের নারী ও শিশুকল্যাণ দফতর তাতে অনুমোদন দেয়। প্রাথমিক পর্যায়ে এক বছরের জন্য প্রায় কুড়ি লক্ষ টাকা বরাদ্দ করেছে ওই দফতর। এমাসেই শহরের ১৬টি মেয়েদের স্কুলে প্রশিক্ষণের কাজ শুরু করবে পুলিশ।
সুকন্যা`র পাইলট প্রকল্পের জন্য পুলিশের আটটি ডিভিশনের প্রতিটি থেকে বাছা হয়েছে দু`টি করে স্কুল। নবম থেকে দ্বাদশ এই চারটি ক্লাসের মোট ২০ জন ছাত্রীকে প্রশিক্ষণ দেওয়া হবে। ক্যারাটে, জুডো, বক্সিং, কুস্তি, উশু-সহআটটি সংগঠনের বিভিন্ন প্রশিক্ষণকেন্দ্রের মহিলা শিক্ষকেরা সপ্তাহে তিন দিন স্কুলে গিয়ে প্রশিক্ষণ দেবেন। চলবে টানা দু`মাস। তার পরে পুলিশ প্রশিক্ষিত ছাত্রীদের শংসাপত্র দেবে। প্রশিক্ষণ নেওয়ার জন্য ছাত্রীদের বিশেষ পোশাক দেওয়াহবে। প্রশিক্ষকদের দেওয়া হবে পারিশ্রমিক। পাইলট প্রকল্পের ২০টি স্কুলের পর ধীরে ধীরে শহরের বাকি স্কুলছাত্রীরাও `সুকন্যা`য় সামিল হওয়ার সুযোগ পাবেন।