December 19, 2013
গ্রামে যান, মমতার নির্দেশ বিডিওদের

মানুষের অভাব অভিযোগ শুনতে বিডিও এবং ওসি–দের মধ্যে সমন্বয় বাড়ানোর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর কথায়, `এলাকায় মানুষের ক্ষোভ সামাল দিতে হবে আপনাদেরই৷ তাই প্রতিটি এলাকায় সরকারি কাজে অভিযোগ উঠলেই মানুষের সঙ্গে কথা বলুন৷ সমাধানের পথ বের করুন৷ না পারলে মহকুমাশাসক ও জেলাশাসককে জানান৷`
মুখ্যমন্ত্রী এদিন কৃষ্ণনগর সার্কিট হাউসে প্রশাসনিক বৈঠকে ব্লক স্তরের আধিকারিকদের এই বার্তা দেন৷ এই বৈঠকেই তিনি বিধায়কদের বলেন, `কথায় কথায় নানা ছুতোয় কলকাতায় যাবেন না৷ এলাকায় থাকুন৷ প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলুন৷`
জেলাশাসককে প্রশাসনিক ক্যালেন্ডার তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ জেলার উন্নয়ন প্রকল্পগুলি কী অবস্থায় রয়েছে, কবে শুরু হয়েছে বা হবে, কাজ কবে শেষ হবে— দিনক্ষণ–সহ এ সব তথ্য সবিস্তারে থাকবে তাতে৷ সব জেলাকেই আলাদা করে এই ক্যালেন্ডার তৈরি করতে হবে৷ জেলার উন্নয়ন প্রকল্প পর্যালোচনার জন্য জেলাশাসকের নেতৃত্বে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের মনিটারিং কমিটি তৈরির নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷ তাঁর ঘোষণা, `কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজেকে `সেন্টার অফ এক্সেলেন্স` করার জন্য ইউজিসি–কে চিঠি দিয়েছি৷ ইউজিসি টিম পাঠাবে৷ সরকার এই কলেজের পরিকাঠামো উন্নয়নে সব সাহায্য করবে৷` নদিয়া জেলা প্রশাসনের কাজে তিনি সন্ত্তষ্ট, সে কথাও এদিন জানিয়ে দেন মুখ্যমন্ত্রী৷
১০০ দিনের কাজের প্রকল্পের আওতায় মজে যাওয়া অঞ্জনা নদী সংস্কারের নির্দেশ দেন তিনি৷ তবে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পানীয় জল প্রকল্পর কাজের শ্লথ গতি নিয়ে বিরক্তি প্রকাশ করেন৷ ৪০০ কোটি টাকার ৯৯টি প্রকল্পে কাজের অগ্রগতি খুব খারাপ৷ পরে তিনি বলেন, `আগামী মার্চের মধ্যে ৪৫টি প্রকল্পের কাজ শেষ করতেই হবে৷ বাকিটা ডিসেম্বরের মধ্যে শেষ করা চাই৷`
বৈঠকে আধিকারিকদের মুখ্যমন্ত্রী সাফ বলে দেন, `উন্নয়ন প্রকল্পের টাকা যেন ফেরত না যায়৷ ফেরত গেলে জবাবদিহি করতে হবে৷ ঠিকাদাররা কাজ না করলে, তাঁদের কালো তালিকাভুক্ত করুন৷` শিক্ষা দপ্তরের আধিকারিকদের তিনি প্রশ্ন করেন, `এই জেলায় ২৯২টি নতুন বিদ্যালয় তৈরির কথা৷ কেন হয়নি?` জেলার শিক্ষাকর্তারা মুখ্যমন্ত্রীকে জানান, কাগজপত্র তৈরি করতে সময় লেগেছে৷ বিদ্যালয় শিক্ষা দপ্তর ২১৮টি বিদ্যালয় তৈরির ছাড়পত্র পাঠিয়ে দিয়েছে৷ মুখ্যমন্ত্রী বলেন, `কিছু আধিকারিকের গয়ংগচ্ছ ভাব, কাজ ফেলে রাখছেন৷ আমার নজর রয়েছে৷ তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷`