সাম্প্রতিক খবর

সেপ্টেম্বর ৯, ২০১৯

দিদির আমলে লাভের মুখ দেখছে ‘তন্তুজ’

দিদির আমলে লাভের মুখ দেখছে ‘তন্তুজ’

চলতি আর্থিক বছরে তন্তুজর বিক্রির পরিমাণ ২৫২.৫৮ কোটি টাকা ও লাভ হয়েছে ১৪.৩৭ কোটি টাকা। ২০১০–১১ সালে এই সংস্থার বিক্রির পরিমাণ ছিল মাত্র ৫৫ কোটি টাকা ও লোকসান হয়েছিল ১২.৬০ কোটি টাকা।

এছাড়া তাঁত শিল্পীদের জন্য একাধিক উদ্যোগ নিয়েছে বাংলা সরকারঃ

তাঁত শিল্পীদের জন্য দিদির উদ্যোগ

৫ কোটি ৮৩ লক্ষ অতিরিক্ত শ্রমদিবস সৃষ্টি হয়েছে
২৩টি সাধারণ পরিষেবা কেন্দ্র গড়ে তোলা হয়েছে
১,০২,০০০ জন তাঁত শিল্পীকে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দেওয়া হয়েছে
১,০৮,০০০ জন তাঁত শিল্পীকে নতুন পিটলুম বা ফ্রেমলুম দেওয়া হয়েছে
বিপণনের সুবিধের জন্য ৪টি তাঁতের হাট হয়েছে, উপকৃত হচ্ছেন দেড় লক্ষ তাঁতশিল্পী
৬ হাজার ৩০০টি তাঁতঘর করা হয়েছে
বাঁকুড়ার বিষ্ণুপুরে ১৮০০ জন তাঁতশিল্পীকে নিয়ে বালুচরি শাড়ির জন্য পুনরুজ্জীবন প্রকল্প রূপায়িত হয়েছে। কলকাতার পার্ক স্ট্রীটে বালুচরি শাড়ি বিক্রীর জন্য একটি শোরুম চালু হয়ে গেছে।

দিদির আমলে লাভের মুখ দেখছে ‘তন্তুজ’

2018-19 বিক্রির পরিমাণ ২৫২.৫৮ কোটি টাকা ও লাভ হয়েছে ১৪.৩৭ কোটি টাকা
২০১০–১১ সালে বিক্রির পরিমাণ ছিল মাত্র ৫৫ কোটি টাকা ও লোকসান হয়েছিল ১২.৬০ কোটি টাকা

হ্যান্ডলুম ক্লাস্টার উন্নয়ন প্রকল্প

৮৪ হাজার ৫৬৪ জন তাঁত শিল্পী ১৭৬টি ক্লাস্টার উন্নয়ন প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে
ক্লাস্টার প্রকল্পের সংখ্যা ৮ বছরে ৬ গুণ বৃদ্ধি পেয়েছে

বাংলার পণ্য জিআই তকমা পেয়েছে

রসগোল্লা, জয়নগরের মোয়া, বর্ধমানের সীতাভোগ ও মিহিদানা
ফজলি, হিমসাগর ও লক্ষ্মণভোগ আম
তুলাইপঞ্জি ও গোবিন্দভোগ চাল
বাংলার ডোকরা, পটচিত্র, কুশমণ্ডির কাঠের জিনিস, মাদুরকাঠি
পুরুলিয়ার ছৌ নাচ

সৌজন্যেঃ আজকাল