জুলাই ২৭, ২০২২
২০২৪ সালে বিজেপি ক্ষমতায় আসবে না: মমতা বন্দ্যোপাধ্যায়

আজ উত্তরপাড়ায় টিটাগর ওয়াগনের নতুন মেট্রো কোচ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটি বাংলার প্রথম মেট্রো কোচ তৈরির কারখানা।
মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশ:
- যখন দেশে ৪০ শতাংশ বেকারত্ব বেড়েছে তখন বাংলায় বেকারত্ব কমেছে
- ৫২ টি নতুন কলেজ হয়েছে
- অণ্ডাল আন্তর্জাতিক বিমানবন্দর হবে
- সামাজিক প্রকল্পে অনেক কাজ হয়েছে
- ৪ গুণ বেড়েছে রাজস্ব আদায়
- ৫২১ টি এমএসএমই ক্লাস্টার তৈরি হয়েছে
- ১৫ লক্ষ কোটি টাকার বিনিয়োগ হচ্ছে
- বাংলা ভাঙা এত সোজা নয়
- ২১ জুলাইয়ের সভার পর ২২ জুলাই পদক্ষেপ কেন
- অনেক শিল্পপতির বাড়িতে আয়কর হানা হয়েছে
- এজেন্সির নামে অন্য দলের ভাবমূর্তী নষ্টের চেষ্টা চলছে
- বাম আমলে হিন্দুস্থান মোটরকে অনেকটা জমি দেওয়া হয়। ৭০০ একর জমি বিনা কারণে খালি পড়ে রয়েছে
- প্রয়োজনে আইন অনুযায়ী অধিগ্রহণ করবে রাজ্য
- পুরুলিয়ার রঘুনাথপুরে ৭২ হাজার কোটি টাকা বিনিয়োগ করছে রাজ্য
- দেউচা পাঁচামির কয়লা উঠলে সস্তায় বিদ্যুৎ পাওয়া যাবে
- তাজপুর বন্দর তৈরিতেও ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ হচ্ছে
- ২০২৪ সালে বিজেপি ক্ষমতায় আসবে না