সাম্প্রতিক খবর

জুলাই ২১, ২০২২

২০২৪-এ মানুষের বৃষ্টিতে ভেসে যাবে বিজেপি: মমতা বন্দ্যোপাধ্যায়

২০২৪-এ মানুষের বৃষ্টিতে ভেসে যাবে বিজেপি: মমতা বন্দ্যোপাধ্যায়

পর পর দু’বছর করোনার কারণে শহিদ দিবসের সমাবেশ ভার্চুয়ালি হলেও এবার শহিদ দিবসের অনুষ্ঠানে ভিড় ছিল দেখার মতন। পস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়,সুব্রত বক্সী,সৌগত রায়,সুদীপ বন্দ্যোপাধ্যায়, অনীত থাপা,শত্রুঘ্ন সিন্হা,ফিরহাদ হাকিম সহ সব নেতা নেত্রীরা।

অনুষ্ঠান মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় এর বক্তব্যের কিছু অংশ:

  • চব্বিশে মানুষের বৃষ্টিতে ভেসে চলে যাবে বিজেপি
  • তৃণমূল সরকার থাকলে ভাতা, বিনামূল্যে রেশন— সব পাবেন
  • ইডি, সিবিআই বিজেপির মেরুদণ্ড। ওসব দেখিয়ে আমাদের ভয় পাওয়ানো যাবে না
  • দেউচা পাঁচামি, তাজপুর বন্দর, নতুন সিলিকন ভ্যালি— বাংলায় প্রচুর কর্মসংস্থান তৈরি হচ্ছে।
  • আগামী ৫০ বছর রাজ্যের কয়লা নিয়ে কোনও চিন্তা করতে হবে না
  • বিজেপির নেতারা মুড়ি খাবেন না কি? রোগী হাসপাতালে ভর্তি হলেও জিএসটি দিতে হচ্ছে। আমার প্রশ্ন, মারা যেতে কত জিএসটি দিতে হবে!
  • বাংলাকে একশো দিনের কাজের টাকা দিচ্ছে না। গরিব মানুষ গত সাত মাস ধরে কাজ করে টাকা পাচ্ছেন না। আরও কত টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। কেন আমার হকের টাকা বন্ধ করে দিলেন? ভোটে হেরেছেন বলে ভাতে মারার চেষ্টা করবেন? ১০০ দিনের কাজের টাকা যদি না দেয় বিজেপি সরকার, দিল্লি গিয়ে আপনাকে ঘেরাও করব
  • পাহাড়বাসীকে আমি স্যালুট জানাই
  • আমাকে ইডি, সিবিআই দিয়ে ভয় পাওয়ানোর চেষ্টা কোরো না। আমি ওসব ভয় পাই না। যারা ডরপোক, তারা ভয় পায়
  • ইডি, সিবিআই এলে মুড়ি খেতে দেবেন। সঙ্গে একটু তেল দেবেন। বলে দেবেন, এর জিএসটি নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না
  • ভারতে একটা আদর্শ রাজনৈতিক দল থাকুক, তার নাম তৃণমূল
  • ‘চব্বিশে বিজেপির কারাগার ভাঙো, চব্বিশে মানুষের সরকার আনো
  • জয় বাংলা দিচ্ছে ডাক, জয় ভারত বেঁচে থাক!
  • বিজেপি হটাও, সিপিএম হটাও