এপ্রিল ২১, ২০২২
শিল্পের জন্য বাংলাই ডেস্টিনেশন : মমতা বন্দ্যোপাধ্যায়

বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের আজ দ্বিতীয় তথা শেষ দিনে বিভিন্ন শিল্পগোষ্ঠী রাজ্যে বিনিয়োগের একাধিক প্রস্তাব দিয়েছে। আগামী দশ বছরে দশ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে আদানি গোষ্ঠী। সবমিলিয়ে ২০ থেকে ২৫ হাজার কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি। আবার তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বড় বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন উইপ্রোর এগজ়িকিউটিভ চেয়ারম্যান ঋষদ প্রেমজি। খড়গপুরে টাটা স্টিলের সম্প্রসারণে ৬০০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব দিয়েছে টাটা গোষ্ঠী। হাওড়ার পাঁচলায় খাদ্য প্রক্রিয়াকরণে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে আইটিসি। হুগলির উত্তরপাড়ায় ডেটা সেন্টার তৈরির প্রস্তাব দিয়েছে হিরানন্দানি গ্রুপ। সবমিলিয়ে আগামী কয়েকবছরে রাজ্যে দেড় কোটি কর্মসংস্থান হবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায় এর বক্তব্যঃ
বাণিজ্য সম্মেলনে দেশ বিদেশের উদ্যোগপতিরা অংশ নিয়েছেন। জাপান, ব্রিটেন, বাংলাদেশ, কেনিয়া, ভুটানের শিল্পপতিরা হাজির হয়েছেন কলকাতায়।
দশ বছরে বাংলা যা করবে, কেউ ছুঁতে পারবে না
২ দিনের বাণিজ্য সম্মেলন থেকে ৪০ লক্ষ কর্মসংস্থানের প্রস্তাব এসেছে
সবমিলিয়ে ৩ লক্ষ ৪২ হাজার ৩৭৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাবও এসেছে।
বিপর্যয় আসবে-যাবে, উন্নয়ন থেমে থাকবে না,২০২০ সাল থেকে বিশ্বজুড়ে থাবা বসিয়েছে করোনা। করোনার জেরে ধস নেমেছে অর্থনীতিতে। করোনার জন্য জীবনযাত্রা থমকে যাবে না। বিপর্যয় এলে লড়াই করব। বাণিজ্য সম্মেলন করে বাংলা রাস্তা দেখাল। এবার অন্যরা করবে।
সম্মেলনে ১৩৭টি মউ স্বাক্ষর হয়েছে।
২০২৩ সালের ১ ফেব্রুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত সম্মেলন হবে।
করোনাকালে সম্মেলন করা নিয়ে সংশয় ছিল। অনেকেই বলেছিলেন, করোনার এই সময়ে কীভাবে সম্মেলন করবেন? বিশ্বের কোনও দেশের প্রতিনিধিরা আসবেন না। তখন আমি বললাম, সম্মেলন করতে হবে। মানুষের মনে আত্মবিশ্বাস জাগিয়ে তুলতে হবে।
৪২ টি দেশের ৪৩০০ জন প্রতিনিধি এই সম্মেলনে অংশ নিয়েছেন। তাতেই বোঝা যাচ্ছে সম্মেলন সফল।শিল্পের জন্য বাংলাই ডেস্টিনেশন
করোনার বিরুদ্ধে লড়াইয়ের অগ্রণী ভূমিকার জন্য কোভিড যোদ্ধাদের স্যালুট জানাই।
বাংলায় আর কর্মদিবস নষ্ট হয় না
১০০ দিনের কাজে রাজ্য এক নম্বরে। মাঝারি ও ছোট শিল্পে আমরা দেশের এক নম্বর। ই-টেন্ডারে এক নম্বর রাজ্য।