জুন ৭, ২০২২
রক্ত দেব,তবু কিছুতেই বাংলা ভাগ হতে দেব না: মমতা বন্দ্যোপাধ্যায়

আজ আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার কর্মী সম্মেলনে অংশগ্রহণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ওনার বক্তব্যের কিছু অংশ:
- গোর্খাল্যান্ড করব। বলেছিল কি বলেনি? আমরা তো করতে দেব না। আসলে ভোটের সময় পাহাড়ের সঙ্গে তরাই ডুয়ার্সের ঝগড়া লাগিয়ে দেয় ওরা।
- কিছু নেতা কাজ নেই কর্ম নেই, আমাকে ভয় দেখাচ্ছে যে উত্তরবঙ্গ না ভাগ করলে আমাকে নাকি মেরে দেবে? আমি বলি ক্ষমতা থাকলে, আমার বুকে বন্দুক ঠেকাও। এত বড় ক্ষমতা তোমাদের? আমি অনেক বন্দুকে দেখেছি। এসব বন্দুক দেখিও না। তোমাদের বন্দুক ভোঁতা করতে জানি।
- কী করেছে বিজেপি ? চা বাগান খোলার প্রতিশ্রুতি দিয়েছিল, আজ পর্যন্ত চা বাগান খুলেছে !
- আপনাদের গৃহস্থের প্রয়োজনীয় গ্যাসের দাম ৫০০ টাকা বাড়িয়ে দিয়েছে, বিজেপি ভোটের সময় এসে প্রতিশ্রুতির গ্যাস বেলুন দিয়ে যায় । আর নির্বাচন চলে গেলেই পেট্রল-ডিজেলের দাম বাড়িয়ে দেয়।
- পরিষ্কার জানিয়ে দিচ্ছি, রক্ত দেব। তবু কিছুতেই বাংলা ভাগ হতে দেব না।
- কারও উপর রাগ করে, দলটাকে ভুল বুঝবেন না। তৃণমূল না থাকলে, কোনও প্রকল্প আগামীদিনে হবে না।
- ভুল বোঝাবুঝি থাকলে, আমায় যা খুশি বলুন। ভুল আমরা করলে, সংশোধন করে নিই।